IPL 2022 Schedule: আইপিএলের সূচি প্রকাশ করল বিসিসিআই,প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের মুখোমুখি কেকেআর

Last Updated:

IPL 2022 BCCI annouce IPL schedule as CSK play KKR at Wankhede. আইপিএলের সূচি ঘোষণা করল বিসিসিআই। প্রথম ম্যাচেই ধোনির মুখোমুখি কেকেআর

সিএসকে বনাম কেকেআর দিয়ে শুরু হবে এবারের আইপিএল
সিএসকে বনাম কেকেআর দিয়ে শুরু হবে এবারের আইপিএল
#মুম্বই: ২৬ শে মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চদশ আইপিএল। রবিবার বিসিসিআই চলতি বছরের আইপিএলের সূচি প্রকাশ করেছে। ২৬ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স মুখোমুখী হবে। এবারের আইপিএলে নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স অংশ নিচ্ছে। লিগ পর্যায়ে মোট ৭০ টি ম্যাচ হবে। মুম্বই ও পুনের চারটি মাঠে এবারের আইপিএলের ম্যাচগুলি হবে।
২৯ শে মে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১০ টি দলকে আইপিএল খেতাব জয় ও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর সংখ্যার ভিত্তিতে ৫ টি করে দল নিয়ে ভার্চুয়াল ভাবে ২ টি গ্রূপে ভাগ করা হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস গ্রূপ 'এ' তে রয়েছে।
advertisement
advertisement
চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস , নতুন দল গুজরাত টাইটান্স সহ বাকি ৩ দল গ্রূপ 'বি' তে রয়েছে। এবারের আইপিএলে পরপর দুটি ম্যাচ দেখা যাবে ১২ দিন। আইপিএল কতৃপক্ষের তরফে এদিন বিবৃতি জারি করে বলা হয়, " ১২ দিন দুটি করে ম্যাচ থাকবে। প্রথম ম্যাচটি দুপুর ভারতীয় সময় সাড়ে তিনটেতে শুরু হবে, সন্ধ্যার সবকটি ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
advertisement
২০ টি করে ম্যাচ ওয়াংখেড়ে ও ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে হবে। ১৫ টি করে ম্যাচ হবে ব্রেবোর্ন স্টেডিয়াম ও পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৭ শে মার্চ দুপুরে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে। ঐ দিন সন্ধ্যায় পঞ্জাব কিংস নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
advertisement
২৮ শে মার্চ নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স একে অপরের মুখোমুখি হয়ে টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করছে। ২৯ তারিখ সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস পরস্পর মুখোমুখি হবে। প্রতিটি দল লিগ পর্যায়ে ১৪ টি করে ম্যাচ খেলবে। কোনো দল তার গ্রূপের অন্য দলের বিরুদ্ধে দুইবার করে খেলবে এবং অপর গ্রূপের একই সারিতে থাকা দলের সঙ্গে দুইবার করে খেলবে।
advertisement
অপর গ্রূপের বাকি দলগুলির সঙ্গে একবার করে খেলবে। প্লে অফ ও ফাইনালের স্থান বিসিসিআই পরে ঘোষণা করবে। একনজরে দেখা যাক কেকেআর কবে কার বিরুদ্ধে খেলবে -
তারিখ                              প্রতিপক্ষ
২৬ শে মার্চ                    চেন্নাই সুপার কিংস
৩০ শে মার্চ                  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১ লা এপ্রিল                  পাঞ্জাব কিংস
advertisement
৬ ই এপ্রিল                    মুম্বাই ইন্ডিয়ান্স
১০ই এপ্রিল                   দিল্লি ক্যাপিটালস
১৫ ই এপ্রিল                 সানরাইজার্স হায়দ্রাবাদ
১৮ ই এপ্রিল                  রাজস্থান রয়্যালস
২৩ শে এপ্রিল                গুজরাট টাইটান্স
২৮ শে এপ্রিল                দিল্লি ক্যাপিটালস
২ রা মে                        রাজস্থান রয়্যালস
৭ ই মে                         লখনউ সুপারজায়ান্টস
advertisement
৯ ই মে                           মুম্বাই ইন্ডিয়ান্স
১৪ ই মে                        সানরাইজার্স হায়দ্রাবাদ
১৮ ই মে                        লখনউ সুপারজায়ান্টস
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 Schedule: আইপিএলের সূচি প্রকাশ করল বিসিসিআই,প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের মুখোমুখি কেকেআর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement