রোহিত আমার বড় দাদার মতো ! বিশ্বকাপের সাংবাদিক সম্মেলনে চমকে দিলেন পাকিস্তানের বাবর
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Babar Azam ye bade hai mujhse comments on Rohit Sharma goes viral. শত্রুতা ক্রিকেট মাঠে, বাইরে আমরা বন্ধু ঘোষণা রোহিত এবং বাবরের
#মেলবোর্ন: রোহিত শর্মা ক্রিকেট মাঠে যতটা সিরিয়াস, মাঠের বাইরে রসবোধের জন্য ততটাই বিখ্যাত। হালকা মেজাজ ধরে রেখে দলকে কিভাবে মোটিভেট করতে হয় তার থেকে ভাল খুব বেশি ক্রিকেটার জানেন না। অধিনায়ক হিসেবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিতের কাছে অ্যাসিড টেস্ট। আগামিকাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। তার আগে শনিবার ১৬ দলের অধিনায়করা যৌথ সাংবাদিক বৈঠক করেন।
দ্বিতীয় পর্যায়ে ছিলেন রোহিত এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই সাংবাদিক বৈঠকে একেবারে হালকা মেজাজে ছিলেন রোহিতরা। ভারতীয় অধিনায়ককে নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে বাবর বলেন, আমার থেকে রোহিত বড়। আমি ওর থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি। কারণ ও এত ভাল খেলে এসেছে। কারও থেকে যেটা শেখা যায়, সেটাই আমাদের পক্ষে ভাল।
advertisement
advertisement
বাবরের কথা শুনে হালকা মেজাজে হেসে ফেলেন রোহিত। তারপর রোহিত বলেন, বাবর যেটা বলল, ও একেবার ঠিক বলেছে। আমরা ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব বুঝি। তবে নিজের মধ্যে চাপ তৈরি করার কোনও মানে হয় না। তাই আমাদের যখন দেখা যায়, তখন পরিবারের বিষয়ে কথা হয়। এশিয়া কাপে যেমন দেখা হয়েছিল, এখন দেখা হল।
advertisement
Photoshoot of Rohit Sharma and Babar Azam. pic.twitter.com/TANkTOHJlr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 15, 2022
আমাদের যখন দেখা হয় তখন আমরা নিজেদের পরিবার নিয়ে কথা বলি। যেমন ধরুন কে কোন গাড়ি কিনবে, ছেলেমেয়েরা কোন স্কুলে ভর্তি হবে, নতুন কোন ফোনের মডেল বাজারে এল, ইত্যাদি। ক্রিকেটার বলেই সব সময় ক্রিকেট নিয়ে আলোচনা করতে হবে এমন মানে নেই।
advertisement
আমাদের আগের প্রজন্মের ক্রিকেটারদের কাছ থেকে শুনেছি তাদেরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খেলার বাইরে ভাল সম্পর্ক বজায় থাকত। এটাই স্বাভাবিক। বাবর বলেন, ভারত এবং আমাদের ভাষা এক। মানুষের মনের ভাব এবং অতীতের মিল আছে।
মাঠে শত্রুতা বজায় থাকে। কিন্তু তার বাইরে আমাদের সম্পর্ক বন্ধুদের মত। তাই বলে দুজনে যাই বলুন আসন্ন ২৩ অক্টোবর মেলবোর্নে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে লড়াইটা যে অন্য মাত্রার হতে চলেছে তাতে সন্দেহ নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 11:21 AM IST