শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় বিসিসিআই! সৌরভের অপমানের গল্প নাকি মন গড়া
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Arun Dhumal dismisses any question of humiliating former BCCI President Sourav Ganguly. শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় বিসিসিআই! সৌরভের অপমানের গল্প নাকি মন গড়া
#মুম্বই: সৌরভ গাঙ্গুলিকে নাকি কোন ভাবেই অপমানিত হতে হয়নি বোর্ডের সভায়। এমনকি অত্যন্ত শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমেই নাকি ভারতের প্রাক্তন অধিনায়ককে বিদায় জানানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এমন খবর ভেসে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।
বিসিসিআই-এর বিদায়ী কোষাধ্যক্ষ এবং আগামী আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল শুক্রবার সৌরভ গাঙ্গুলিকে বোর্ডের সভাপতি হিসেবে মেয়াদ না বাড়ানোর বিষয়ে, বলেছেন, প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে কেউ একটি কথাও বলেনি। পিটিআইকে ধুমাল বললেন,স্বাধীন ভারতে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন এমন কোনও বিসিসিআই সভাপতি নেই।
আরও পড়ুন - অর্জুন তেন্ডুলকরের চার উইকেট দাম পেল না, গোয়াকে হারিয়ে জিতল হায়দারাবাদ
দাদা সম্পর্কে মিডিয়ার এই সমস্ত জল্পনা যে, কিছু সদস্য তাঁর বিরুদ্ধে ছিল, সেগুলি সবই ভিত্তিহীন কেউ তার বিরুদ্ধে একটি শব্দও বলেনি। সমস্ত বোর্ড সদস্যরা, সম্পূর্ণ দল তাকে নিয়ে অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট ছিলেন এবং COVID-19 এর চ্যালেঞ্জ সত্ত্বেও যেভাবে গত তিন বছরে বিসিসিআইকে পরিচালনা করেছিলেন… ভারতের অধিনায়ক হিসেবে দাদার একটি অত্যন্ত বিশিষ্ট ক্যারিয়ার ছিল, যা সর্বকালের সেরা নেতাদের একজন।
advertisement
advertisement
একজন প্রশাসক হিসেবে তিনি পুরো দলকে সঙ্গে নিয়েছিলেন এবং আমরা একটি দল হিসেবে কাজ করেছি বললেন ধুমাল। বিশ্বকাপজয়ী রজার বিনি গাঙ্গুলির সভাপতি পদটি নেবেন, জয় শাহ সেক্রেটারি থাকবেন, রাজীব শুক্লা আরও একটি মেয়াদ পাবেন সহ-সভাপতি পদে, আশীষ শেলার নতুন কোষাধ্যক্ষ এবং দেবজিৎ সাইকিয়া নতুন যুগ্ম সম্পাদক হবেন।
BCCI Treasurer Arun Dhumal comes clean on Sourav Ganguly ouster, says ‘Nobody spoke against him, all rumours are baseless’ More 👉 https://t.co/cjpaEvPtb3#BCCIElection #ArunDhumal #SouravGanguly pic.twitter.com/1FB5PHyK9P
— InsideSport (@InsideSportIND) October 14, 2022
advertisement
বিসিসিআইয়ের পরবর্তী কর্মকর্তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন এবং ১৮ই অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ধুমাল আরও বলেন যে গাঙ্গুলি আইপিএলের চেয়ারম্যান পদ গ্রহণ করলে তিনি নতুন দলের অংশ হতেন না।
গাঙ্গুলি সেই প্রস্তাব গ্রহণ করেননি এবং এখন ধুমাল পরবর্তী আইপিএল চেয়ারম্যান হিসেবে ব্রিজেশ প্যাটেল পদ পাবেন। রজার এবং নমিনেশন দাখিল করতে যাওয়া নতুন লোকদের সাথে দাদা সেখানে ছিলেন। সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছিল এবং দাদার সাথেও কথা হয়েছিল। তাকে আইপিএলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, না হলে রজারকে কখনই সুযোগ হত না, তার বয়স ৬৭ (বয়সের সীমা ৭০)।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 11:02 AM IST