অর্জুন তেন্ডুলকরের চার উইকেট দাম পেল না, গোয়াকে হারিয়ে জিতল হায়দারাবাদ

Last Updated:

Arjun Tendulkar career best bowling performance 10 runs and four wickets in vain in Mushtaq Ali. অর্জুন তেন্ডুলকরের চার উইকেট দাম পেল না, মুস্তাক আলিতে হার গোয়ার

মুস্তাক আলিতে বল হাতে চমকে দিলেন সচিন পুত্র
মুস্তাক আলিতে বল হাতে চমকে দিলেন সচিন পুত্র
#জয়পুর: বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুছ নেহি, তো থোড়া থোড়া,! এই প্রবাদ বাক্যটা প্রথমবারের জন্য প্রমাণ করলেন অর্জুন তেন্ডুলকরর। সোয়াই মান সিং স্টেডিয়ামে শুক্রবার বল হাতে অনবদ্য পারফর্ম করলেন তিনি। বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে লেগে থাকলে সাফল্য পাবেন সেটার প্রমাণ দিলেন। গত মরসুমে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের।
আরও পড়ুন - মেয়েদের বিশ্বকাপে ভারতের চ্যালেঞ্জ শেষ, মরক্কোর কাছে হেরে স্বপ্নের ইতি অষ্টমদের
কিন্তু এই মরসুমে গোয়ায় যোগ দেন সচিন-পুত্র। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর। সচিন-পুত্র ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। কিন্তু তাতে যদিও দলের হার আটকাতে পারেননি তিনি। গোয়া শেষ হয়ে যায় ১৪০ রানে।
advertisement
advertisement
advertisement
৩৩ রান করেন আদিত্য কৌশিক। ব্যাট হাতে অর্জুন রান পাননি। মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি। অর্জুনের নতুন বলে সুইং সামলাতে রীতিমতো সমস্যায় পড়েন বিপক্ষ ব্যাটসম্যানরা। লেট মুভ করছিল তার বল। রিভার্স সুইং আদায় করে নিচ্ছিলেন। প্রতীক রেড্ডি, তিলক বর্মা, রবি তেজা, রাহুল বুদ্ধিকে আউট করেন অর্জুন।
কয়েকদিন আগে দেখা গিয়েছিল চন্ডিগড়ে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের সঙ্গে বিশেষ অনুশীলন করছেন তিনি। ক্রিকেটার হিসেবে পরিচিতি পেতে গেলে মুম্বইয়ে থাকলে চলবে না অনেক আগেই বুঝে গিয়েছিলেন অর্জুন। বিখ্যাত বাবার পরিচয় নিয়ে থাকতে চান না। ক্রিকেট খেলা ভালোবাসেন। নিজের নামেই তৈরি করতে চান পরিচিতি।
advertisement
আজ হয়তো সত্যি গর্বিত হবেন তার বিখ্যাত বাবা সচিন তেন্ডুলকর। তবে অর্জুনর কাছে নিজের পারফরমেন্স নয়, বেশি গুরুত্বপূর্ণ হলেও দলের রেজাল্ট। সেখানে গোয়া হেরে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অর্জুন তেন্ডুলকরের চার উইকেট দাম পেল না, গোয়াকে হারিয়ে জিতল হায়দারাবাদ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement