#মুম্বই: হারের ডবল হ্যাটট্রিকের লজ্জা এড়ানো সম্ভব হয়নি। চাপ ক্রমশ বাড়ছে। এমন অবস্থায় শোনা যাচ্ছে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে মাঠে নামানো হতে পারে অর্জুন তেন্ডুলকরকে। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক হতে পারে সচিন পুত্র অর্জুনের। বাঁহাতি মিডিয়াম পেসার, সঙ্গে ব্যাটিংটাও মন্দ করেন না। মুম্বইয়ের হয়ে মুস্তাক আলি খেলেছেন। দুটি উইকেট পেয়েছিলেন অর্জুন।
তবে রঞ্জি দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। তাছাড়া অর্জুনের উচ্চতা ভাল। জাহির খান, মাহেলা জয়াবর্ধনের টিপস পেয়েছেন। গত ম্যাচে ডাগআউটে বাবা সচিনের পাশেই ছিলেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে ধারণা আছে অর্জুনের। টাইমাল মিলসকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে অর্জুনকে। মানসিকভাবে এই চ্যালেঞ্জ নিতে অর্জুন কতটা প্রস্তুত, সেটা অবশ্য ম্যাচেই বোঝা যাবে।
সাফল্যের শিখর থেকে এক ঝটকায় ব্যর্থতার অতল গহ্বরে। পর পর পাঁচটি ম্যাচে হার। রোহিত শর্মাদের দুর্দশা দেখে সমর্থকরা শিহরিত এবং বিভ্রান্ত। কিছুতেই যেন হিসেব মিলছে না। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এমন করুণ দশা দেখে বিস্মিত ক্রিকেট মহল। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে জয়ের মুখ দেখবেন রোহিতরা। রেকর্ড বুক বলছে আইপিএলে শুরুটা খারাপ হলেও দারুণ কামব্যাকের নজির রয়েছে মুম্বইয়ের।
সেই আশাতে এখনও বুক বেঁধে রয়েছেন সমর্থকরা। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্মে না থাকাটা ব্যাটিংয়ের উপর চাপ বাড়াচ্ছে। ঈশান কিষান শুরুটা ভালোই করেছিলেন। গত কয়েকটি ম্যাচে সেই ফর্ম বজায় রাখতে পারেননি। তবে ‘বেবি এবি’ ব্রেভিস ও তিলক ভার্মা টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল।নামের প্রতি সুবিচার করতে পারছেন না যশপ্রীত বুমরাহ।It's time to introduce Arjun Tendulkar in IPL imo give him 2/3 matches atleast ....
— Third Eye jaggy 24 👑💎🐘🚁 (@Thirdeyejaggy24) April 20, 2022
তাই জয়দেব উনাদকাট, বাসিল থাম্পিরা চাপে পড়ে যাচ্ছেন। স্পিন বিভাগও তেমন শক্তিশালী নয়। অগত্যা মুরুগান অশ্বিনকেই নিয়মিত খেলানো হচ্ছে। চেন্নাই তবু একটি ম্যাচ জিতেছে। সেখানে ছয় ম্যাচে জয় নেই মুম্বই দলের। তাই বৃহস্পতিবার জিততে না পারলে, এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শেষ মোটামুটি নিশ্চিত হয়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun Tendulkar, IPL 2022