পয়া হোম জার্সিতেই ফাইনালে খেলবে আর্জেন্টিনা! নীল সাদা রঙেই তৃতীয়বার বিশ্বসেরার হাতছানি

Last Updated:

Argentina will play world cup final with lucky home jersey in quest for third time champion of the world. অপয়া নীল নয়, লাকি নীল সাদাতেই ফাইনাল খেলবে মেসিরা

নিজেদের প্রিয় জার্সিতেই রবিবার নামবে আর্জেন্টিনা
নিজেদের প্রিয় জার্সিতেই রবিবার নামবে আর্জেন্টিনা
#দোহা: বিশ্বকাপ ফাইনালে নামার আগে লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য একটা অন্যরকম সুখবর। অনেকে একে তেমন গুরুত্ব দিতে নাও পারেন। কিন্তু খেলাধুলার মানুষেরা পয়া এবং অপয়া ব্যাপারটা সাধারণত গুরুত্ব দিয়ে থাকেন। তাই তৃতীয়বার বিশ্বসেরা হওয়ার হাতছানি থাকতে আর্জেন্টিনার সামনে নীল সাদা জার্সি পড়েই। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিকে ‘অপয়া’ ভাবতেই পারেন লিওনেল মেসিরা!
হোম জার্সি পরলে বিশ্বকাপ জেতা যায়, অ্যাওয়ে পরলে হার—আর্জেন্টিনার শেষ চারটি ফাইনালের ইতিহাস এমনটাই বলে। যারা জার্সিতে পয়া-অপয়ার বিষয় নিয়ে ভাবেন, আর্জেন্টিনার সেই সমর্থকদের জন্য সুখবর। কাতার বিশ্বকাপের ফাইনালে অ্যাওয়ে জার্সি পরবে না আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আকাশি-নীল জার্সি আর সাদারঙা শর্টস পরে। যেটা আর্জেন্টিনার ‘হোম’ জার্সি।
আরও পড়ুন - 'মাফিয়া মেসি'! ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে এটাই এখন ডাকনাম ফুটবল রাজপুত্রের
এবারের আগে পাঁচবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৩০ বিশ্বকাপের ফাইনালে হোম-অ্যাওয়ে জার্সি ছিল না। টিভিতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না থাকায় দুই ফাইনালিস্ট নিজেদের পছন্দের জার্সি পরে খেলতে নেমেছিল। হোম, অ্যাওয়ে জার্সি প্রচলনের পর আর্জেন্টিনার প্রথম ফাইনাল ছিল ১৯৭৮ বিশ্বকাপ।
advertisement
advertisement
নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে হোম জার্সি পরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আট বছর পর মেক্সিকো বিশ্বকাপের ফাইনালেও হোম জার্সি পরেছিল ডিয়েগো ম্যারাডোনার দল। সেবারও বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কিন্তু ১৯৯০ আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনা, মেসিদের গায়ে ছিল অ্যাওয়ে জার্সি।
advertisement
এ দুটি ফাইনালেই জার্মানির কাছে হেরে যায় তারা। এবার কাতারে সেই অ্যাওয়ে জার্সি আর পরতে হচ্ছে না। ফিফার টেকনিক্যাল কমিটির বৈঠকে ফাইনালে আর্জেন্টিনার জন্য ‘হোম জার্সি’ চূড়ান্ত হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ‘হোম জার্সি’ পরবে ফ্রান্সও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পয়া হোম জার্সিতেই ফাইনালে খেলবে আর্জেন্টিনা! নীল সাদা রঙেই তৃতীয়বার বিশ্বসেরার হাতছানি
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement