#দোহা: বিশ্বকাপ ফাইনালে নামার আগে লিওনেল মেসির আর্জেন্টিনার জন্য একটা অন্যরকম সুখবর। অনেকে একে তেমন গুরুত্ব দিতে নাও পারেন। কিন্তু খেলাধুলার মানুষেরা পয়া এবং অপয়া ব্যাপারটা সাধারণত গুরুত্ব দিয়ে থাকেন। তাই তৃতীয়বার বিশ্বসেরা হওয়ার হাতছানি থাকতে আর্জেন্টিনার সামনে নীল সাদা জার্সি পড়েই। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিকে ‘অপয়া’ ভাবতেই পারেন লিওনেল মেসিরা!
হোম জার্সি পরলে বিশ্বকাপ জেতা যায়, অ্যাওয়ে পরলে হার—আর্জেন্টিনার শেষ চারটি ফাইনালের ইতিহাস এমনটাই বলে। যারা জার্সিতে পয়া-অপয়ার বিষয় নিয়ে ভাবেন, আর্জেন্টিনার সেই সমর্থকদের জন্য সুখবর। কাতার বিশ্বকাপের ফাইনালে অ্যাওয়ে জার্সি পরবে না আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আকাশি-নীল জার্সি আর সাদারঙা শর্টস পরে। যেটা আর্জেন্টিনার ‘হোম’ জার্সি।
এবারের আগে পাঁচবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১৯৩০ বিশ্বকাপের ফাইনালে হোম-অ্যাওয়ে জার্সি ছিল না। টিভিতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না থাকায় দুই ফাইনালিস্ট নিজেদের পছন্দের জার্সি পরে খেলতে নেমেছিল। হোম, অ্যাওয়ে জার্সি প্রচলনের পর আর্জেন্টিনার প্রথম ফাইনাল ছিল ১৯৭৮ বিশ্বকাপ।
The hug of two Lionel from yesterday with Messi telling Scaloni everything is because of him. Scaloni, tears in his eyes. ❤️pic.twitter.com/9t5MaELktn
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) December 14, 2022
নিজেদের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে হোম জার্সি পরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আট বছর পর মেক্সিকো বিশ্বকাপের ফাইনালেও হোম জার্সি পরেছিল ডিয়েগো ম্যারাডোনার দল। সেবারও বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কিন্তু ১৯৯০ আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনা, মেসিদের গায়ে ছিল অ্যাওয়ে জার্সি।
এ দুটি ফাইনালেই জার্মানির কাছে হেরে যায় তারা। এবার কাতারে সেই অ্যাওয়ে জার্সি আর পরতে হচ্ছে না। ফিফার টেকনিক্যাল কমিটির বৈঠকে ফাইনালে আর্জেন্টিনার জন্য ‘হোম জার্সি’ চূড়ান্ত হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ‘হোম জার্সি’ পরবে ফ্রান্সও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Fifa world Cup 2022