Amitabh Bachchan: আরব্য রজনীর মেসি-রোনাল্ডো দ্বৈরথে বিরাট চমক, ভারতকে গর্বিত করে বিশেষ অতিথি বিগ বি!

Last Updated:

Amitabh Bachchan: মেসি রোনাল্ডোর ম্যাচের আগে অবশ্য অমিতাভ বচ্চনের উপস্থিতি নিয়ে তেমন কিছুই জানানো হয়নি। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিয়ে রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে হাজির হলেন বিগ বি।

রিয়াধ: আরব্য রজনীর রূপকথা বুঝি একেই বলে! প্রীতি ম্যাচ হলেও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ উত্তাপ ছড়াচ্ছিল অনেক আগে থেকেই। সেই উত্তাপ রোমাঞ্চে রূপ নিল রিয়াধের ম্যাচ শুরু হতেই। প্রথম মিনিট থেকে টানটান উত্তেজনার এক লড়াই। শুরুতেই গোল করেন মেসি। জবাব দিয়ে ম্যাচে সমতা ফেরান রোনাল্ডো। যদিও ম্যাচ শুরু হওয়ার আগেই ছিল আরেকটি বিশেষ চমক। মেসি বনাম রোনাল্ডোর স্বপ্নের ম্যাচে মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার রাতে মেসি-রোনাল্ডোর মত মহাতারকাদের মঞ্চে স্পেশ্যাল গেস্ট হিসাবে আবির্ভূত হলেন তিনি। হাতে মেলালেন বিশ্ব ফুটবলের দুই সুপারস্টারের সঙ্গে।
মেসি রোনাল্ডোর ম্যাচের আগে অবশ্য অমিতাভ বচ্চনের উপস্থিতি নিয়ে তেমন কিছুই জানানো হয়নি। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিয়ে রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে হাজির হলেন বিগ বি। দুই সৌদি অফিসিয়ালের সঙ্গে ম্যাচের আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে মাঠেই সৌজন্য সাক্ষাৎ করলেন অমিতাভ। মেসি-রোনাল্ডোর সঙ্গে করমর্দন করতে ও টুকরো আলাপ সারতেও দেখা গেল বলিউড কিংবদন্তিকে। পরে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ নিজের সেই অনন্য অভিজ্ঞতার ছবি, ভিডিও পোস্ট করেন।
advertisement
advertisement
লেখেন, ''কী দারুণ একটা সন্ধ্যে গেল রিয়াধে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার, সকলেই একসঙ্গে খেলছেন। এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পিএসজি বনাম রিয়াধ সিজন ম্যাচের সূচনা করার জন্য। অবিশ্বাস্য অনুভূতি।'' দ্বিতীয় যে ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অমিতাভ, সেখানে দেখা যাচ্ছে মেসি রোনাল্ডোদের সঙ্গে করমর্দন করছেন তিনি। দুই তারকার সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় অমিতাভকে।
advertisement
advertisement
৯০ মিনিটের এই ম্যাচকে অবশ্য কেউ চাইলে ৬০ মিনিটের খেলাও ধরে নিতে পারে। কারণ এরপর মাঠ ছাড়েন মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপেরা। শেষ পর্যন্ত ৫-৪ গোলে পিএসজি ম্যাচটা জিতলেও সব ছাপিয়ে গেছে মেসি-রোনালদোর জাদুর ছোঁয়া। আর সেইসঙ্গে রেশ রয়ে গেল অমিতাভ বচ্চনের রাজকীয় এন্ট্রিরও।
বাংলা খবর/ খবর/খেলা/
Amitabh Bachchan: আরব্য রজনীর মেসি-রোনাল্ডো দ্বৈরথে বিরাট চমক, ভারতকে গর্বিত করে বিশেষ অতিথি বিগ বি!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement