কলকাতা জুড়ে 'পাঠান' প্রেম
২ ঘণ্টা ২৬ মিনিট অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা ধরে পর্দায় শাহরুখ খান
সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন এব্রাহাম
আগামী ২৫ জানুয়ারি আসছে 'পাঠান'। বিতর্ক থাক, প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছেন কিং খান
বাকি এক সপ্তাহ। তার পরে 'আপনি কুর্সি কি পেটি বন্ধ লিজিয়ে, মওসম বিগারনে ওয়ালা হ্যায়।'
শাহরুখকে দেখার জন্য দেড় সপ্তাহ আগে থেকেই টিকিট বুকিং শুরু হয়েছে গোটা দেশ জুড়ে
কলকাতার প্রেক্ষাগৃহগুলির অবস্থা কীরকম?
টিকিটের দাম ইতিমধ্যে কলকাতার কয়েকটি হলে ৬০০টাকায় পৌঁছে গিয়েছে। হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে টিকিট
প্রথম দিন, ২৫ তারিখ সকাল ৮টার (ফার্স্ট ডে ফার্স্ট শো) শো দেখার জন্য বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে
ডায়ামন্ড প্লাজার পিভিআর-এ ৫০০ টাকার টিকিট আর একটাও পড়ে নেই। লেক মলের সিনেপলিস-এ ৪০০ টাকার টিকিটও শেষ
ভোর সাড়ে সাতটা নাগাদ (ফার্স্ট ডে ফার্স্ট শো) ৫০০টাকার টিকিট দিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন সকলে। প্রায় গোটা হল ভরে এখনই
দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ জানুয়ারি কলকাতা জুড়ে সরস্বতী পুজোর ডামাডোল
কিন্তু প্রথম দিনের তুলনায় অনেকটাই কম ভর্তি হয়েছে হলগুলি। তবে পুজো মিটে গেলে সন্ধ্যাবেলা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে
নমুনা দেখে এ কথা স্পষ্ট, ২৫ তারিখের আগে এই হলগুলির বেশিরভাগই ভর্তি হয়ে যাবে
আপাতত ২৯ জানুয়ারি, রবিবার পর্যন্ত প্রি বুকিং হচ্ছে। কিন্তু শুক্র, শনি, রবিতে অত পরিমাণ প্রি বুকিং হচ্ছে না। তবে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য মরিয়া লোকে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন