Kolkata Airport: অন্তর্বাসের ভেতরে গলানো ওটা কী! কলকাতা এয়ারপোর্টে তুমুল শোরগোল, ধরা পড়ল ২

Last Updated:

Kolkata Airport: ব্যাংকক থেকে আসা আর এক ভারতীয় নাগরিক কলকাতা বিমানবন্দরে নামলে তাকেও তল্লাশি চালিয়ে তার ব্যাগের মধ্যে গোল্ড পেস্ট উদ্ধার করে।

বিমানবন্দরে শোরগোল (ফাইল ছবি)
বিমানবন্দরে শোরগোল (ফাইল ছবি)
কলকাতা: সোনা পাচারের অভিনব কৌশল। অন্তর্বাসের ভেতরে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল সোনার পেস্ট, কলকাতা বিমানবন্দরে আটক দুই যাত্রী। কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর, দুবাই ফেরত এক ভারতীয় নাগরিক কলকাতায় আসার পর অভিবাসন দফতরের আধিকারিকদের তথ্য যাচাইয়ের পরে, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক দফতরের আধিকারিকরা ভারতীয় যাত্রীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।
পরবর্তী সময় শরীরের পরিধানে জামা কাপড়ে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করে ওই যাত্রী। এরপরেই আরও তল্লাশি চালিয়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতরে কাগজের মোড়কে লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার করে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা।
advertisement
advertisement
এরই পাশাপাশি ব্যাংকক থেকে আসা আর এক ভারতীয় নাগরিক কলকাতা বিমানবন্দরে নামলে তাকেও তল্লাশি চালিয়ে তার ব্যাগের মধ্যে গোল্ড পেস্ট উদ্ধার করে।
দুটি ক্ষেত্র মিলিয়ে উদ্ধার হওয়া সোনার পরিমান প্রায় ১ কেজি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২লক্ষ টাকা। দুই ভারতীয় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে শুল্ক দফতর সূত্র মারফত খবর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: অন্তর্বাসের ভেতরে গলানো ওটা কী! কলকাতা এয়ারপোর্টে তুমুল শোরগোল, ধরা পড়ল ২
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement