Ajinkya Rahane Ranji : রঞ্জি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে খাতা না খুলেই ফিরে গেলেন রাহানে, বাড়ল চাপ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ajinkya Rahane dismissed for zero lbw by Lakshay Garg against Goa in Ranji Trophy. রঞ্জিতে শতরানের পরেই গোয়ার বিপক্ষে শূন্যে আউট আজিঙ্কা রাহানে
রঞ্জির আঙিনায় ফিরেই দুর্দান্ত শতরান করে জাতীয় নির্বাচকদের আস্থা অর্জনের চেষ্টা করেন অজিঙ্কা রাহানে। যদিও তার পরেও টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়তে হয় তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের দলে জায়গা না পেয়ে রাহানে হতাশ হয়েছেন নিশ্চিত। তবে বাদ পড়ার ঠিক পরেই ব্যাট হাতে জাতীয় নির্বাচকদের উপেক্ষার জবাবে দিতে পারলেন না অজিঙ্কা।
advertisement
advertisement
গোয়ার বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে খাতা খুলতে পারলেন না টিম ইন্ডিয়ার কক্ষপথ থেকে ছিটকে যাওয়া রাহানে। ৩ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরেন তিনি। লক্ষয় গর্গের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাহানে। উল্লেখ্য, সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন অজিঙ্কা। সেই ম্যাচের একটি ইনিংসেই ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয় তাঁর।
advertisement
এবার দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ হলেন ব্যাট হাতে। গোয়ার বিরুদ্ধে মুম্বই প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা মাত্র ৩০ রানে ৩টি উইকেট হারিয়ে বসে। ক্যাপ্টেন পৃথ্বী শ ৯ রান করে সাজঘরে ফেরেন। আকর্ষিত গোমেল ২১ রান করে আউট হন। ৩টি উইকেটই নেন লক্ষয়।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন অজিঙ্কা রাহানেকে টেস্ট দল থেকে বাদ দিতে হলেও ভবিষ্যতে তার জন্য টেস্ট ক্রিকেটের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। নিজেকে প্রমাণ করতে পারলে আবার কামব্যাক করতে পারেন টেস্ট দলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 5:34 PM IST