Rohit Sharma T20 record: আজ বাবর আজম এবং মার্টিন গাপটিলের রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা

Last Updated:

Rohit Sharma on the verge of breaking Babar Azam record against Sri Lanka. আজ শ্রীলংকার বিরুদ্ধে অনন্য রেকর্ড এর মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা

বাবর আজমকে কী স্পর্শ করতে পারবেন রোহিত?
বাবর আজমকে কী স্পর্শ করতে পারবেন রোহিত?
অধিনায়ক হিসেবে সব থেকে কম ইনিংসে হাজার রান করেছেন বাবর আজম। পাকিস্তানের দল নেতার প্রথম এক হাজার রান পূর্ণ করতে সময় লাগে ২৬টি ইনিংস। ৩০ ইনিংস প্রয়োজন পড়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকা এবং বিশ্ব একাদশের নেতৃত্ব দিয়ে এই একই নজির স্পর্শ করতে ৩১ ইনিংস সময় লেগেছিল ফাফ দু প্লেসিসের। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেন।
advertisement
advertisement
৩৬ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ওঠার হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। প্রথম টি-২০ ম্যাচেই মার্টিন গাপ্তিলকে ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। এর জন্য তাঁর প্রয়োজন মাত্র ৩৭ রান।
advertisement
গত দুই বছর ধরে শীর্ষ স্থান দখলের লড়াইয়টা বারবার গাপ্তিল এবং কোহলি'র মধ্যেই হয়েছে। দেখার বিষয় হবে যখন এই তিন ক্রিকেটার অবসর ঘোষণা করবেন তখন কে কোথায় দাঁড়িয়ে থাকবেন। প্রথম টি-২০ ম্যাচে রোহিত যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ রান করতে পারেন তা হলে বাবর আজমের সঙ্গে একই তালিকায় উঠে আসবেন তিনি।
advertisement
কারণ অধিনায়ক বাবরের ১০০০ টি-২০ রান পূর্ণ করতে লেগেছিল ২৬টি ইনিংস, এটিও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২৬ নম্বর ইনিংস হতে চলেছে রোহিতের কাছে। বিরাটের তৈরি করা নজির ভেঙে ২৬ ইনিংসে অধিনায়ক হিসেবে এক হাজার রান পূর্ণ করেছিলেন বাবর আজম। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৩০ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma T20 record: আজ বাবর আজম এবং মার্টিন গাপটিলের রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement