#নয়াদিল্লি: গৌতম গম্ভীর বরাবর সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন। কোন লুকোছাপা নয়। মুখের উপর কথা বলতে পছন্দ করেন। অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। শুনতে খারাপ লাগলেও কারো মন রেখে কথা বলার তার ধাতে নেই। এবার চেতেশ্বর পুজারা নিয়ে বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ওপেনার। প্রায় এক দশকের কাছাকাছি সময় ভারতীয় সিনিয়র দলের টেস্ট ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।
ব্যাট হাতে মিডল অর্ডারের এই দুই ব্যাটারের ব্যাটে রান নেই দীর্ঘদিন। ফলস্বরুপ ভারতের মাটিতে হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি এই দুই ব্যাটারের। বর্তমানে তারা দুজনেই ব্যস্ত রঞ্জি ট্রফি খেলতে। এমন আবহে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা গৌতম গম্ভীর মনে করেন পূজারার অনুপস্থিতিতে ২৭ বছর বয়সি শ্রেয়স আইয়ার ভারতীয় দলে তার জায়গায় খেলার ক্ষমতা রাখেন।
প্রসঙ্গত ভারতীয় সিনিয়র টেস্ট দলের ৩-৫ নম্বর ব্যাটিং পজিশনের খেলার 'দাবিদার' রয়েছেন বেশ কিছু তরুণ ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন হনুমা বিহারী,শুভমন গিল,শ্রেয়স আইয়ার এবং প্রিয়ঙ্ক পাঞ্চাল। ভারতীয় স্কোয়াড দেখার পরে গৌতম গম্ভীরের বিশ্বাস ২৭ বছর বয়সী শ্রেয়স আইয়ার সিনিয়র টেস্ট দলে পূজারার জায়গা নেওয়ার যোগ্য ব্যক্তিত্ব তিনি।
গম্ভীরের অভিমত ' শেষ কয়েক মাস ব্যাট হাতে ও (শ্রেয়স) অসাধারণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর টেস্ট ইনিংসে ওর অসাধারণত্ব উঠে এসেছে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই খুব কম ক্রিকেটার শতরান করতে পারে। ওর হাতে সমস্ত শট রয়েছে। মিডল অর্ডার ব্যাটার হয়ার ওর টেম্পারমেন্ট ভীষণ ভাল। ইনিংস গড়তে পারে,ধরে ব্যাট করতে পারে।
টেস্ট দলে ৩ নম্বরে ব্যাট করার জন্য ও একজন পারফেক্ট ব্যাটার। ভারতীয় দলে প্রথম একাদশে পূজারার যোগ্য পরিবর্ত হতে পারে শ্রেয়স। শ্রেয়স যেহেতু সোজা ব্যাটে খেলতে পছন্দ করেন তাই তার সফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে গম্ভীর মনে করেন চেতেশ্বর পূজারার টেস্ট ক্যারিয়ার শেষ এমনটা মনে করার কারণ নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cheteshwar Pujara, Shreyas Iyer