Gambhir on Shreyas Iyer: চেতেশ্বর পূজারার যোগ্য পরিবর্ত হওয়ার ক্ষমতা রয়েছে শ্রেয়সের, বলছেন গম্ভীর

Last Updated:

Gautam Gambhir feels Shreyas Iyer can be perfect replacement for Cheteshwar Pujara. শ্রেয়স আইয়ার নিয়ে উচ্ছ্বসিত গৌতম গম্ভীর। পূজারার যোগ্য পরিবর্ত তিনি

শ্রেয়স আইয়ার নিয়ে উচ্ছ্বসিত গৌতম গম্ভীর
শ্রেয়স আইয়ার নিয়ে উচ্ছ্বসিত গৌতম গম্ভীর
ব্যাট হাতে মিডল অর্ডারের এই দুই ব্যাটারের ব্যাটে রান নেই দীর্ঘদিন। ফলস্বরুপ ভারতের মাটিতে হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি এই দুই ব্যাটারের। বর্তমানে তারা দুজনেই ব্যস্ত রঞ্জি ট্রফি খেলতে। এমন আবহে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা গৌতম গম্ভীর মনে করেন পূজারার অনুপস্থিতিতে ২৭ বছর বয়সি শ্রেয়স আইয়ার ভারতীয় দলে তার জায়গায় খেলার ক্ষমতা রাখেন।
advertisement
advertisement
প্রসঙ্গত ভারতীয় সিনিয়র টেস্ট দলের ৩-৫ নম্বর ব্যাটিং পজিশনের খেলার 'দাবিদার' রয়েছেন বেশ কিছু তরুণ ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন হনুমা বিহারী,শুভমন গিল,শ্রেয়স আইয়ার এবং প্রিয়ঙ্ক পাঞ্চাল। ভারতীয় স্কোয়াড দেখার পরে গৌতম গম্ভীরের বিশ্বাস ২৭ বছর বয়সী শ্রেয়স আইয়ার সিনিয়র টেস্ট দলে পূজারার জায়গা নেওয়ার যোগ্য ব্যক্তিত্ব তিনি।
advertisement
গম্ভীরের অভিমত ' শেষ কয়েক মাস ব্যাট হাতে ও (শ্রেয়স) অসাধারণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর টেস্ট ইনিংসে ওর অসাধারণত্ব উঠে এসেছে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই খুব কম ক্রিকেটার শতরান করতে পারে। ওর হাতে সমস্ত শট রয়েছে। মিডল অর্ডার ব্যাটার হয়ার ওর টেম্পারমেন্ট ভীষণ ভাল। ইনিংস গড়তে পারে,ধরে ব্যাট করতে পারে।
টেস্ট দলে ৩ নম্বরে ব্যাট করার জন্য ও একজন পারফেক্ট ব্যাটার। ভারতীয় দলে প্রথম একাদশে পূজারার যোগ্য পরিবর্ত হতে পারে শ্রেয়স। শ্রেয়স যেহেতু সোজা ব্যাটে খেলতে পছন্দ করেন তাই তার সফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে গম্ভীর মনে করেন চেতেশ্বর পূজারার টেস্ট ক্যারিয়ার শেষ এমনটা মনে করার কারণ নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gambhir on Shreyas Iyer: চেতেশ্বর পূজারার যোগ্য পরিবর্ত হওয়ার ক্ষমতা রয়েছে শ্রেয়সের, বলছেন গম্ভীর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement