ব্যাডমিন্টন খেলতে খেলতেই লুটিয়ে পড়লেন কোর্টে! মাত্র ২৫ বছরেই এভাবে মৃত্যু! হাড়হিম ভিডিও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Badminton Player Death- মৃত ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম গুন্ডলা রাকেশ। তাঁর বয়স মাত্র ২৫ বছর। তিনি হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
নয়াদিল্লি : ব্যাডমিন্টন খেলছিলেন, আর খেলতে খেলতেই আচমকা ঢলে পড়লেন মৃত্যুর কোলে! মাত্র ২৫ বছর বয়সী এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই।
রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামে। একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, মাত্র ২৫ বছর বয়সে এভাবে হার্ট অ্যাটাকে একজন খেলোয়াড়ের মৃত্য়ুর আসল কারণ কী!
জানা গিয়েছে, মৃত ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম গুন্ডলা রাকেশ। তাঁর বয়স মাত্র ২৫ বছর। তিনি হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাডমিন্টনের ডবলস ম্যাচ খেলছিলেন গুন্ডালা। খেলার সময় তাঁর মধ্যে কোনওরকম অস্বস্তির ছাপ ছিল না। এর পর মাটিতে পড়ে থাকা শাটল নিচু হয়ে তুলতে যান। আর তখনই লুটিয়ে পড়েন।
advertisement
advertisement
আরও পড়ুন- এশিয়া কাপে কি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত? বড় প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আশেপাশে সবাই ছুটে আসে। কিন্তু লাভ হয়নি। গুন্ডালা আর সাড়া দেননি। তাঁকে সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হয়। তাতেও তাঁর জ্ঞান ফেরেনি। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুন্ডালাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনা সাড়া ফেলেছে গোটা দেশে। ২৫ বছরের ফিট খেলোয়াড়ের এমন পরিণতি দেখে অনেকেই আতঙ্কে রয়েছেন।
advertisement
SHOCKING & TRAJIC : A 25-year-old man, Gundla Rakesh from Khammam district, tragically died this morning after collapsing from a suspected heart attack while playing badminton at the Nagole Indoor Stadium, #Hyderabad.
Friends immediately rushed him to a nearby hospital, where… pic.twitter.com/xs4CuAx4s6
— SCRIBE NOW (@TheScribeNow) July 28, 2025
advertisement
জানা গিয়েছে, মৃত যুবক খাম্মাম জেলার তাল্লাদার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ গুন্ডলা ভেঙ্কটেশ্বরলুর পুত্র। উল্লেখ্য, করোনা মহামারীর পর সারা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। খেলার সময়, জিমে একাধিক তরুণ-তরুণীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কমবয়সী যুবক-যুবতীরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 11:23 PM IST