IND vs PAK: এশিয়া কাপে কি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত? বড় প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
- Published by:Sudip Paul
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
IND vs PAK: এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মরুদেশে ১৪ সেপ্টেম্বর হতে চলেছে ইন্দো-পাক মহারণ। পহেলগাঁও জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর ফের বাইশ গজের লড়াইয়ে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশি দেশকে।
এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মরুদেশে ১৪ সেপ্টেম্বর হতে চলেছে ইন্দো-পাক মহারণ। পহেলগাঁও জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর ফের বাইশ গজের লড়াইয়ে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশি দেশকে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে কার্যত দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। ভারতীয় ক্রিকেটমহলের একটা বড় অংশ পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার পক্ষে নন। আজহারউদ্দিন থেকে অশ্বিন, সবাই বলছেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়।
এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অশ্বিনদের দলে নেই। বরং সৌরভের স্পষ্ট কথা, খেলা চলুক। কিন্তু সবকিছুর আগে সন্ত্রাসবাদ বন্ধ হোক। পহেলগাঁও কাণ্ডের পুনরাবৃত্তি যেন না হয়। রবিবার রাজারহাটে এক অনুষ্ঠানে হাজির হয়ে মহারাজ বলেছেন, “খেলা একটা আলাদা প্ল্যাটফর্ম। আমি খুশি দুই প্রতিবেশি ফের ক্রিকেট মাঠে নামতে চলেছে পরস্পরের বিরুদ্ধে। তবে তার আগে সন্ত্রাসবাদ বন্ধ হয় যেন। পহেলগাঁও-র মতো ঘটনা ফের যেন না হয়। এমন ঘটনা চাই না কেউই। মৃত্যু কখনই কাম্য নয়।”
advertisement
সীমান্ত সন্ত্রাসের কারণে দুই প্রতিবেশের দ্বিপাক্ষিক সিরিজ বহু বছর বন্ধ। ভারত বনাম পাকিস্তান এখন খেলা হয় নিরপেক্ষ কেন্দ্রে। এশিয়া কাপেও তাই হতে চলেছে। খেলা হবে দুবাইয়ে। সৌরভ বলেন, “ভারত বনাম পাকিস্তানের খেলা বহু দিন ধরেই নিরপেক্ষ কেন্দ্রে হয়ে আসছে। বিষয়টা নতুন নয়। আমি আবারও বলছি, খেলা চলুক খেলার মতোই। কিন্তু সন্ত্রাসবাদ যেন বন্ধ হয়।”
advertisement
advertisement
ইতিমধ্যে এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে চলবে টুর্নামেন্ট। সব ঠিকঠাক থাকলে ভারত পাকিস্তান তিনবার মুখোমুখি হতে পারে টুর্নামেন্টে। ১৪ ই সেপ্টেম্বর গ্রুপের ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে নামবে। এছাড়াও সুপার সিক্স এ দুই দল মুখোমুখি হবে। শেষ পর্যন্ত ফাইনালে যদি ভারত পাকিস্তান পৌঁছয় তাহলে তৃতীয়বার মহারণ হতে পারে এক মাসের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: পঞ্চম টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! একাদশে কারা পাচ্ছে সুযোগ? সবথেকে বড় চমক!
বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতির পরেই এশিয়া কাপে সূচি ঘোষণা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতিতে হবে ভারত পাকিস্তান ম্যাচ। এ ব্যাপারে যাবতীয় সরকারি অনুমতি ভারতীয় ক্রিকেট বোর্ড জোগাড় করেছে বলে খবর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 1:25 PM IST