৫৮ বছর বয়সে ধরলেন হ্যান্ডেল! ছেলেকে পড়াতে টোটোই এখন চালিকাশক্তি বাঁকুড়ার পুতুনদির...দেখুন কী করছেন তিনি!

Last Updated:

বাঁকুড়ার সুচিত্রা মুখার্জী ওরফে "পুতুন দি" ২০১৫ সাল থেকে টোটো চালিয়ে ছেলের পড়াশোনা চালাচ্ছেন, তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটোচালক বলে দাবি!

+
পুতুন

পুতুন দি 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছেলেকে পড়ানোর জন্য, ধরেছিলেন টোটোর হ্যান্ডেল, জেলা পরিষদের অফিস থেকে আজ ৫৮বছর বয়সি সুচিত্রা মুখার্জী ওরফে “পুতুন দি” রাস্তায় চালাচ্ছেন টোটো, কেমন আছেন তিনি? এভাবে আর ক’দিন? বাকি পাঁচটা মহিলার মতই, ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন তিনি।
তবে তাঁর ছেলে অভিষেক মুখার্জীর উচ্চ শিক্ষার জন্য এই বয়সে টোটোর হ্যান্ডেল ধরতে হয়েছে তাঁকে। ২০১৫ সাল থেকে বাঁকুড়া শহরের লক্ষতোরা টোটো স্ট্যান্ডে দিনের পর দিন নিজের ভাঙাচোরা টোটোটি নিয়ে হাজির হন নিয়মিত। ঝড় জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক নিয়ে যান প্যাসেঞ্জার।
advertisement
advertisement
ভাল নাম সুচিত্রা হলেও সকলের কাছে “পুতুন দি” নামেই পরিচিত এই মহিলা টোটো চালক। জানলে অবাক হবেন, তৎকালীন সময়ে পঞ্চায়েত সমিতির খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন সুচিত্রা মুখার্জী ওরফে “পুতুন দি”। বর্তমানে টোটো চালিয়েই চলছে তাঁর সংসার। বাঁকুড়া শহরের সানবাঁধা এলাকার বাসিন্দা সুচিত্রা মুখার্জীর। বাড়ির সামনেই একটি টিনের চালের তলায় রাখা থাকে তাঁর জরা জীর্ণ সবুজ রঙের বিখ্যাত টোটো।
advertisement
টোটো চালকদের সঙ্গে কথা বলে বোঝা গেছে টোটোর বাজারে যথেষ্ট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার মধ্যে একজন মহিলা হয়ে ২০১৫ সাল থেকে টিকে থাকা চাট্টি খানি কথা নয়। নতুন প্রজন্মের টোটো চালকরা সিনিয়র এই মহিলা টোটো চালকের কাছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস নেয় বলেই জানিয়েছেন। শুধু তাই নয়, যাত্রীরা বিশেষ করে মহিলা যাত্রীরা পুতুন দি’র জীবন যুদ্ধ দেখে অনুপ্রাণিত হন।
advertisement
পঞ্চায়েতে সমিতির খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন সুচিত্রা মুখার্জী ওরফে “পুতুন দি”। সেই সময় কেমন ছিল পঞ্চায়েত জানতে চাওয়ায় তিনি জানান, অর্থের পরিমাণ অনেকটাই কম ছিল। অনেকেই দাবি করেন তিনিই হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটো চালক। অজুহাত নয়, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে বাঁকুড়ার রাস্তায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এখনও শক্ত হাতে টোটোর হ্যান্ডেল ধরে আছেন পুতুন দি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫৮ বছর বয়সে ধরলেন হ্যান্ডেল! ছেলেকে পড়াতে টোটোই এখন চালিকাশক্তি বাঁকুড়ার পুতুনদির...দেখুন কী করছেন তিনি!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement