ডাক্তারি ছেড়ে IAS অফিসার! এখন ৫১ কোটি টাকার ঘুষকাণ্ডে নাম জড়াল যে কারণে... স্ত্রীও আমলা!

Last Updated:
IAS অফিসার ডা. নাগার্জুন গৌড়া অভিযুক্ত ৫১ কোটি টাকার ঘুষকাণ্ডে। অভিযোগ, তিনি এক সংস্থার জরিমানা ৫১ কোটি থেকে কমিয়ে দেন ৪,০৩২ টাকায়। স্ত্রী শৃষ্টি দেশমুখও IAS অফিসার।
1/8
একসময় সাদা কোট গায়ে চিকিৎসা করতেন, পরে হাতে নেন প্রশাসনের দায়িত্ব। ডাক্তার থেকে IAS— ডা. নাগার্জুন গৌড়ার সেই যাত্রা ছিল অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। কিন্তু এখন সেই নামই জড়িয়ে পড়েছে কোটি টাকার দুর্নীতির অভিযোগে। অভিযোগ, মধ্যপ্রদেশের এই IAS অফিসার ঘুষ নিয়ে ৫১ কোটি টাকার জরিমানা কমিয়ে দিয়েছেন মাত্র ৪ হাজার টাকায়। চাঞ্চল্যকরভাবে, এই তরুণ IAS-এর স্ত্রী শৃষ্টি জয়ন্ত দেশমুখও একজন আলোচিত IAS অফিসার— যিনি একসময় UPSC পরীক্ষায় পেয়েছিলেন সর্বভারতীয় ৫ নম্বর স্থান।
একসময় সাদা কোট গায়ে চিকিৎসা করতেন, পরে হাতে নেন প্রশাসনের দায়িত্ব। ডাক্তার থেকে IAS— ডা. নাগার্জুন গৌড়ার সেই যাত্রা ছিল অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। কিন্তু এখন সেই নামই জড়িয়ে পড়েছে কোটি টাকার দুর্নীতির অভিযোগে।
advertisement
2/8
অভিযোগ, মধ্যপ্রদেশের এই IAS অফিসার ঘুষ নিয়ে ৫১ কোটি টাকার জরিমানা কমিয়ে দিয়েছেন মাত্র ৪ হাজার টাকায়। চাঞ্চল্যকরভাবে, এই তরুণ IAS-এর স্ত্রী শৃষ্টি জয়ন্ত দেশমুখও একজন আলোচিত IAS অফিসার— যিনি একসময় UPSC পরীক্ষায় পেয়েছিলেন সর্বভারতীয় ৫ নম্বর স্থান। 
অভিযোগ, মধ্যপ্রদেশের এই IAS অফিসার ঘুষ নিয়ে ৫১ কোটি টাকার জরিমানা কমিয়ে দিয়েছেন মাত্র ৪ হাজার টাকায়। চাঞ্চল্যকরভাবে, এই তরুণ IAS-এর স্ত্রী শৃষ্টি জয়ন্ত দেশমুখও একজন আলোচিত IAS অফিসার— যিনি একসময় UPSC পরীক্ষায় পেয়েছিলেন সর্বভারতীয় ৫ নম্বর স্থান! 
advertisement
3/8
মধ্যপ্রদেশ ক্যাডারের IAS অফিসার নাগার্জুন গৌড়া এবার বড় বিতর্কে। অভিযোগ, তিনি এক রাস্তা নির্মাণ সংস্থাকে কোটি টাকার সুবিধা দিয়েছেন। জানা গিয়েছে, ওই সংস্থার ৫১ কোটি টাকার জরিমানা কমিয়ে মাত্র ৪,০৩২ টাকায় নামিয়ে দেন তিনি। অভিযোগ, এর বিনিময়ে তিনি ঘুষ হিসেবে নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা।
মধ্যপ্রদেশ ক্যাডারের IAS অফিসার নাগার্জুন গৌড়া এবার বড় বিতর্কে। অভিযোগ, তিনি এক রাস্তা নির্মাণ সংস্থাকে কোটি টাকার সুবিধা দিয়েছেন। জানা গিয়েছে, ওই সংস্থার ৫১ কোটি টাকার জরিমানা কমিয়ে মাত্র ৪,০৩২ টাকায় নামিয়ে দেন তিনি। অভিযোগ, এর বিনিময়ে তিনি ঘুষ হিসেবে নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা।
advertisement
4/8
তবে নাগার্জুন গৌড়া অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “সবটাই ভুল বোঝাবুঝি।” ২০১৯ ব্যাচের IAS অফিসার নাগার্জুন গৌড়া মূলত কর্ণাটকের বাসিন্দা। তিনি ২০১৮ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় ৪১৮তম স্থান অর্জন করেন।
তবে নাগার্জুন গৌড়া অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “সবটাই ভুল বোঝাবুঝি।” ২০১৯ ব্যাচের IAS অফিসার নাগার্জুন গৌড়া মূলত কর্ণাটকের বাসিন্দা। তিনি ২০১৮ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় ৪১৮তম স্থান অর্জন করেন।
advertisement
5/8
প্রথমে তাঁর ক্যাডার ছিল মণিপুর, পরে IAS অফিসার সৃষ্টি জয়ন্ত দেশমুখকে বিয়ে করার পর তাঁকে বদলি করে মধ্যপ্রদেশ ক্যাডারে নিয়ে আসা হয়।
প্রথমে তাঁর ক্যাডার ছিল মণিপুর, পরে IAS অফিসার সৃষ্টি জয়ন্ত দেশমুখকে বিয়ে করার পর তাঁকে বদলি করে মধ্যপ্রদেশ ক্যাডারে নিয়ে আসা হয়।
advertisement
6/8
সৃষ্টি দেশমুখ নিজেও ২০১৮ সালের UPSC পরীক্ষায় ৫ নম্বর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক পান। এই IAS দম্পতি দু’জনেরই পরিচয় হয়েছিল মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে প্রশিক্ষণ চলাকালীন। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের বিয়ে হয়।
সৃষ্টি দেশমুখ নিজেও ২০১৮ সালের UPSC পরীক্ষায় ৫ নম্বর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক পান। এই IAS দম্পতি দু’জনেরই পরিচয় হয়েছিল মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে প্রশিক্ষণ চলাকালীন। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের বিয়ে হয়।
advertisement
7/8
বর্তমানে (সেপ্টেম্বর ২০২৫) দম্পতি একই শহরে কর্মরত। সৃষ্টি দেশমুখ সম্প্রতি খণ্ডওয়ায় বদলি হয়েছেন, যেখানে নাগার্জুন গৌড়া আগেই খণ্ডওয়া জেলা পরিষদের সিইও পদে কর্মরত।
বর্তমানে (সেপ্টেম্বর ২০২৫) দম্পতি একই শহরে কর্মরত। সৃষ্টি দেশমুখ সম্প্রতি খণ্ডওয়ায় বদলি হয়েছেন, যেখানে নাগার্জুন গৌড়া আগেই খণ্ডওয়া জেলা পরিষদের সিইও পদে কর্মরত।
advertisement
8/8
নাগার্জুন গৌড়া পেশায় ডাক্তার ছিলেন। এমবিবিএস পাশ করার পর চিকিৎসা পেশার পাশাপাশি UPSC পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। ডাক্তারি থেকে প্রশাসনিক জীবনে তাঁর যাত্রা বহু তরুণের কাছে অনুপ্রেরণার। নাগার্জুন ও তাঁর স্ত্রী সৃষ্টি মিলে UPSC প্রস্তুতির জন্য নীতিশাস্ত্র নিয়ে একটি বইও লিখেছেন।
নাগার্জুন গৌড়া পেশায় ডাক্তার ছিলেন। এমবিবিএস পাশ করার পর চিকিৎসা পেশার পাশাপাশি UPSC পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। ডাক্তারি থেকে প্রশাসনিক জীবনে তাঁর যাত্রা বহু তরুণের কাছে অনুপ্রেরণার। নাগার্জুন ও তাঁর স্ত্রী সৃষ্টি মিলে UPSC প্রস্তুতির জন্য নীতিশাস্ত্র নিয়ে একটি বইও লিখেছেন। 
advertisement
advertisement
advertisement