Wonder Kid: মেদিনীপুরের 'বিস্ময় বালক'! মাত্র ৭ বছরেই তাক লাগানো প্রতিভা, রেকর্ডবুকে নাম ছোট্ট ভিভানের

Last Updated:

Wonder Kid: মাত্র ৭ বছর বয়সেই বহুমুখী প্রতিভার অধিকারী 'বিস্ময় বালক' ভিভান পণ্ডিত। ছোট্ট বয়সেই দাবা, সাঁতার, কুইজ, যোগব্যায়াম, নাটক, রানিং রেস, ছবি আঁকা, পড়াশোনায় দক্ষ। ইতিমধ্যেই রেকর্ডবুকে নাম উঠেছে খুদের।

+
বিস্ময়

বিস্ময় বালক ভিভান পণ্ডিত

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ বহুমুখী প্রতিভার জন্য রেকর্ডবুকে নাম উঠল দাসপুরের ‘বিস্ময় বালক’ ভিভানের। বয়স মাত্র ৭। এই বয়সেই বহুমুখী প্রতিভার স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিষয়ে ৩২টি মেডেল, ট্রফি ও সার্টিফিকেট পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ওই খুদে। ছোট্ট বয়সেই দাবা, সাঁতার, কুইজ, যোগব্যায়াম, নাটক, রানিং রেস, ছবি আঁকা, সর্বোপরি পড়াশোনাতেও দক্ষ। এই ‘বিস্ময় বালকে’র নাম ভিভান পণ্ডিত, বাড়ি দাসপুরের বলিহারপুর গ্রামে। বাবা সুশান্ত পণ্ডিত শিক্ষকতা সূত্রে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে থাকেন। মা শতাব্দী মান্না পণ্ডিত নাচিন্দা হাইস্কুলের স্কুলের শিক্ষিকা।
এইটুকু বয়সেই ভিভান দক্ষতার সঙ্গে দাবা খেলে। সেই সঙ্গেই সাঁতারে প্রথম, অঙ্ক কুইজ, যোগ ব্যায়ামেও রয়েছে পুরস্কার। যেমন খুশি সাজো থেকে দৌড় প্রতিযোগিতাতেও দক্ষতা দেখিয়ে পুরস্কার এসেছে ঝুলিতে। সেই সঙ্গে ভিভান দারুণ ছবিও আঁকে। দাবা প্রতিযোগিতাতেও যেখানেই যায় পুরস্কার জিতে নেয়। এছাড়া স্কুলে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার পুরস্কারটিও ছিনিয়ে নিয়েছে ভিভান। বহুমুখী প্রতিভার পাশাপাশি পড়াশোনাতেও খুব ভাল এই খুদে।
advertisement
আরও পড়ুনঃ কাশির ওষুধেই চড়ছে নেশা! দাসপুরে ফের সক্রিয় কাফ সিরাপ পাচার চক্র, গোপন অভিযানে পুলিশের জালে দুষ্কৃতীর দল
ভিভানের বাবা সুশান্তবাবু ও মা শতাব্দী বলেন, ছোটবেলা থেকেই ভিভানের বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল। বেশি আগ্রহ দাবা ও আ্যাবাকাস অঙ্কে। আমরা ওর সেই আগ্রহগুলিকে খেলার ছলে গুরুত্ব দিয়েছি মাত্র। বাকিটা ও নিজের জেদেই করত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় নিয়ে গিয়ে দেখলাম পুরস্কারও জিতে নিচ্ছে। তখনই বুঝলাম ওঁর মধ্যে কিছু প্রতিভা রয়েছে, যেগুলিকে যত্ন করলে পরবর্তীকালে ও রত্ন হতে পারে। পুরস্কারজয়ী ভিভানের ছোট্ট প্রতিক্রিয়া, ‘খুব ভাললাগছে।’
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বয়সেই পদক ও ট্রফিতে ঘর ভরে গিয়েছে। পরবর্তীকালে কী হবে তা বলাই বাহুল্য! ভিভানের বাবা বলেন, ছেলের এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে ভিভানকে পদক ও মানপত্র দেওয়া হয়, যা আমাদের কাছে খুবই গর্বের!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wonder Kid: মেদিনীপুরের 'বিস্ময় বালক'! মাত্র ৭ বছরেই তাক লাগানো প্রতিভা, রেকর্ডবুকে নাম ছোট্ট ভিভানের
Next Article
advertisement
Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
  • বৃহন্নলা সেজে ট্রেনে উঠে যাত্রীদের হয়রানি৷

  • যাত্রী হয়রানি উঠতে কড়া পদক্ষেপ রেলের৷

  • রেল মদদ পোর্টাল, ১৩৯-এ ফোন করলে দ্রুত ব্যবস্থা৷

VIEW MORE
advertisement
advertisement