Cough Syrup: কাশির ওষুধেই চড়ছে নেশা! দাসপুরে ফের সক্রিয় কাফ সিরাপ পাচার চক্র, গোপন অভিযানে পুলিশের জালে দুষ্কৃতীর দল

Last Updated:

Cough Syrup: কেবল কাশি কমানোর জন্যই নয়, নেশা করার জন্যও ব্যবহার করা হয় কাফ সিরাপ। দাসপুরে ফের ধরা পড়ল নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্র। গোপন অভিযান চালিয়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে পুলিশের জালে ছয় জন পাচারকারী।

+
দাসপুরে

দাসপুরে ফের ধরা পড়ল নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্র

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দাসপুরে ফের ধরা পড়ল নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্র। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে পুলিশের জালে ছয় জন দুষ্কৃতী। দাসপুরের বেলিয়াঘাটা এলাকায় ফের ধরা পড়ল নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্র। গাড়ি তল্লাশি চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে গাড়ি-সহ একাধিক পাচারকারী।
দাসপুরের খবরের শিরোনামে একাধিকবার উঠে এসেছে এই নিষিদ্ধ কিফ সিরাপের দৌরাত্ম। বারবার বিপুল পরিমাণ কাফ সিরাপ-সহ ধরা পড়েছে পাচারকারীরা। জানা গিয়েছে, এই কাফ সিরাপ নেশা করার জন্য ব্যবহার করা হয়। সিরাপ খেয়ে নেশা করলে সাধারণভাবে কেউ বুঝতেই পারে না যে ওই ব্যক্তি নেশাগ্রস্ত। কারণ মুখ থেকে কোনওরকম গন্ধ বেরোয় না। তাই অনেকেই এই নেশার জালে জড়িয়ে পড়ছে।
advertisement
আরও পড়ুনঃ জলে পড়ে আর উঠতে পারেননি! ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই কি তবে প্রাণ কাড়ল যুবকের? হিঙ্গলগঞ্জে কান্নার রোল
প্রশাসন সূত্রে জানা যায়, এই কাফ সিরাপ বিক্রি বা পাচার করা আইনত অপরাধ। কারও কাছে এটি পাওয়া গেলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারকারীদের উপর নজর রাখছিল তারা। ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ-সহ ছয় জন দুষ্কৃতীকে পাকড়াও করেছে দাসপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ফের ধরা পড়ল নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্র। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে পুলিশের জালে ছয় দুষ্কৃতী ধরা পড়েছে। দাসপুরের বেলিয়াঘাটা এলাকায় গাড়ি তল্লাশি চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে পাচারকারীরা। আটক করা হয়েছে গাড়িটিও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cough Syrup: কাশির ওষুধেই চড়ছে নেশা! দাসপুরে ফের সক্রিয় কাফ সিরাপ পাচার চক্র, গোপন অভিযানে পুলিশের জালে দুষ্কৃতীর দল
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement