West Medinipur News: হাতে ক্যাচার, পথ কুকুর দেখলেই ছেড়ে কথা নয়! মেদিনীপুরের যুবকের নয়া কর্মযজ্ঞ, ধন্য ধন্য করছেন স্থানীয়রা

Last Updated:

West Medinipur News: বেশ কয়েকদিন ধরে চলবে তাদের এই কর্মসূচি। সাধারণ মানুষকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করতে এবং জলাতঙ্ক রোগ দূরে রাখতে যুবকদের বিশেষ উদ্যোগ।

+
কুকুরদের

কুকুরদের ভ্যাকসিনেশন

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গরুর দুধ দিয়ে পুজোর প্রসাদ বানিয়েছিলেন এক ব্যক্তি। বাড়িতে সেই প্রসাদ খান অনেকে। হঠাৎই সেই গরু অসুস্থ হলে, গরুকে কেন্দ্র করে জলাতঙ্ক রোগের আতঙ্ক সৃষ্টি হয়। দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রাত পর্যন্ত কয়েক’শ মানুষ জলাতঙ্কের টিকা নেন। একটি অনুষ্ঠান বাড়িতে প্রসাদ খাওয়াকে কেন্দ্র করে এমন এক ঘটনার সৃষ্টি হয়। তবে এরপর বেশ কয়েকজন যুবকের উদ্যোগে বেশ কিছু জায়গায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয় পথ কুকুরদের। হাতের ছোট্ট ভ্যাকসিনের কৌটো, কুকুর ধরার ক্যাচার। এলাকায় ঘুরে ঘুরে বেশ কয়েকজন যুবক পথ কুকুরদের দিলেন ভ্যাকসিন। সহযোগিতা করল বেলদা প্রাণী হাসপাতাল।
বাড়িতে থাকা গৃহপালিত কুকুরদের নানা চিকিৎসার বন্দোবস্ত করা হলেও পথকুকুরদের দিকে ঘুরেও তাকান না কেউ। তবে বেশ কয়েকজন যুবক নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এবং বেলদা এলাকায় প্রায় শতাধিক পথ কুকুরদের ভ্যাকসিন দেয়। মূলত শীতের সময় অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এই পথ কুকুরদের। তাদের এই কর্মকাণ্ডের সহযোগিতা করেন নারায়ণগড়ের বিধায়ক, ব্লক প্রাণী দফতর ও হাসপাতাল। এদিনের এই যুবকদের কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বেলদা প্রাণী হাসপাতালের এক পশু চিকিৎসক।
advertisement
advertisement
প্রসঙ্গত দিন কয়েক আগে একটি অনুষ্ঠান বাড়িতে প্রসাদ খাওয়া নিয়ে জলাতঙ্ক আতঙ্ক সৃষ্টি হয়। জানা যায়, গরুর দুধ দিয়ে প্রসাদ বানিয়েছিলেন এক ব্যক্তি আর সেখানে এই প্রসাদ খেয়েছেন একাধিক মানুষ। হঠাৎই একটি গরু অসুস্থ হলে সেই গরুকে কেন্দ্র করে জলাতঙ্ক রোগের আতঙ্ক সৃষ্টি হয়। এরপর বহু মানুষ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন। তবে এরপরই অন্যান্য পথ কুকুরদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে। উদ্যোগী হয়েছেন বেশ কয়েকজন যুবক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুকুর ধরে তারা এই ভ্যাকসিন দিয়েছেন। বেশ কয়েকদিন ধরে চলবে তাদের এই কর্মসূচি। সাধারণ মানুষকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করতে এবং জলাতঙ্ক রোগ যাতে নতুন করে না ছড়ায় যুবকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: হাতে ক্যাচার, পথ কুকুর দেখলেই ছেড়ে কথা নয়! মেদিনীপুরের যুবকের নয়া কর্মযজ্ঞ, ধন্য ধন্য করছেন স্থানীয়রা
Next Article
advertisement
IndiGo Crisis: ইন্ডিগোকে ৫% ফ্লাইট কমানোর নির্দেশ ডিজিসিএ-র, বুধবার বিকেলের মধ্যে দিতে হবে নতুন শিডিউল
ইন্ডিগোকে ৫% ফ্লাইট কমানোর নির্দেশ ডিজিসিএ-র, বুধবার বিকেলের মধ্যে দিতে হবে নতুন শিডিউল
  • ইন্ডিগোকে ৫% ফ্লাইট কমানোর নির্দেশ DGCA-র

  • যার ফলে নিত্য ইন্ডিগোর ১১০টি করে উড়ান কমার সম্ভাবনা

  • বুধবার বিকেলের মধ্যে দিতে হবে নতুন শিডিউল

VIEW MORE
advertisement
advertisement