Hooghly News: বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ, যুবকের উপর চড়াও ৩ দুষ্কৃতীর! রাতের লড়াইয়ে আহত ৫

Last Updated:

Hooghly News: গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হিন্দমোটর ধর্মতলা এলাকায় বাইকে করে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতীর মুখোমুখি পড়েন এলাকারই যুবক যোগা শিক্ষক জ্যোতিষ্ক বাইন।

আহত যুবকরা 
আহত যুবকরা 
হুগলি: গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হিন্দমোটর ধর্মতলা এলাকায় বাইকে করে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতীর মুখোমুখি পড়েন এলাকারই যুবক যোগা শিক্ষক জ্যোতিষ্ক বাইন। ঘটনা গত রবিবার রাতের। জানা গিয়েছে, দুরন্ত গতিতে মোটর বাইক চালাচ্ছিলেন তিন মদ্যপ যুবক। জ্যোতিষ্ক তাদের ঠিকভাবে গাড়ি চালানোর কথা বললে মদ্যপ যুবকদের মধ্যে থাকা দাগী দুষ্কৃতী সঞ্জয় দাস ইট নিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর উপর। জ্যোতিষ্ক এবং তার বন্ধু বিনোদ চৌধুরী সঞ্জয় দাসের হাতে থাকা ইটের আঘাতে রক্তাক্ত হলে তারা ফোন করে আরও কয়েকজন বন্ধুকে ডাকে।
জ্যোতিষ্কর বন্ধুবান্ধবরা ঘটনার খবর পেয়ে ছুটে এলে তাদেরকেও আক্রমণ করে সঞ্জয় এবং তার সঙ্গে থাকা অন্য দুই দুষ্কৃতী। মারধরের ফলে মোট পাঁচজন যুবকের মাথায় মুখে কানে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার করা হলেও দুই যুবকের মাথায় আঘাত গুরুতর। তাদের সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর সঞ্জয় দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফেরে তারপরেই আবারও এলাকায় সন্ধ্যা হলেই মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ আহত যুবকদের পরিবারের লোকজনের। গোটা ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তরপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দাস জানান, গতকাল রাতে তার এলাকার কয়েকজন যুবককে সঞ্জয় দাস নামে দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ইট পাথর দিয়ে আক্রমণ করে। উত্তরপাড়ার মতো শান্তিপূর্ণ জায়গায় এই ধরনের দুষ্কৃতীমূলক আক্রমণের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ, যুবকের উপর চড়াও ৩ দুষ্কৃতীর! রাতের লড়াইয়ে আহত ৫