West Medinipur Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে! বাস উলটে নয়ানজুলিতে, আহত বহু যাত্রী
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
West Medinipur Salboni Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস। আহত অন্তত ১৩ জন যাত্রী।
শালবনি , পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস। আহত অন্তত ১৩ জন যাত্রী। মেদিনীপুর থেকে লালগড়গামী যাত্রীবোঝাই একটি বাস শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেদিনীপুর থেকে লালগড়ের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবোঝাই বাসটি। বাসটিতে সেই সময় প্রচুর যাত্রী ছিলেন। শালবনি থানার অন্তর্গত ভাতমোড় এলাকায় পৌঁছনোর পর বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল বলে অভিযোগ। হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি নয়ানজুলিতে উলটে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনার অভিঘাতে বাসের ভিতরে থাকা যাত্রীরা একে অপরের উপর ছিটকে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ পিকআপ ভ্যানের দৌরাত্ম্য! বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা, বেপরোয়া গতির বলি তরুণ বাইক চালক
অনেকে বাসের আসনের মধ্যে আটকে পড়েন। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। আহত যাত্রীদের প্রাথমিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাড়ার কালীপুজোর শোভাযাত্রায় বেরিয়ে কী সর্বনাশ! জেনারেটরের ইঞ্জিনে চুল জড়িয়ে শেষ তরুণী, সামনেই ছিল বিয়ে
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল বলে নিয়ন্ত্রণ হারায় চালক। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রীর মাথা, হাত ও পায়ে গুরুতর চোট লাগে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা বিশেষ নজরদারিতে রেখেছেন।
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের কাজ শুরু হয়েছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, বারবার এমন দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রশাসনের কাছে তাঁরা কড়া নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 13, 2025 1:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে! বাস উলটে নয়ানজুলিতে, আহত বহু যাত্রী









