West Bengal to Kashmir Travel: 'আর যাব না থাক'! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলির নিশানায় পর্যটকরা, ভয়ে ট্যুর বাতিল বাঙালি ভ্রমণপ্রেমীদের

Last Updated:

West Bengal to Kashmir Travel: কাশ্মীরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরে একাধিক পর্যটকেরা বাতিল করছেন কাশ্মীর পর্যটন। হুগলির বাঙালি পর্যটকেরাও তীব্র আতঙ্কে...

+
পর্যটন

পর্যটন সংস্থার

হুগলি: ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। তাই তো সেই স্বর্গ দেখতে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক ভিড় জমান কাশ্মীরে। তবে যখন সেই ভূস্বর্গ এই ভয়ঙ্কর হয়ে ওঠে তখন পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যায়। কাশ্মীরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরে একাধিক পর্যটকেরা বাতিল করছেন কাশ্মীর পর্যটন। এমনকী ট্যুর সংস্থাগুলিও এখন যেতে চাইছে না কাশ্মীরে।
হুগলির বৈঁচি থেকে এক বাস লোক নিয়ে সেই কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল একটি পর্যটন সংস্থার। ২৫ তারিখ বিকেলে বাস ছাড়ার কথা ছিল বৈঁচি থেকে ৫০ জন পর্যটক নিয়ে। তার সব আয়োজন সারা হয়ে গিয়েছিল। অনেক আগে থেকেই হোটেল বুকিং কাশ্মীরে স্থানীয় জায়গা ঘোরার জন্য গাড়ি বুকিং সবকিছুই করা ছিল।
আরও পড়ুন: ‘পাক মাটিতে লস্কর নেই’, পহেলগাঁও হামলার পরে ফের নির্লজ্জ দাবি পাকিস্তানের! ‘অল-আউট-যুদ্ধ’-র হুমকি ভারতকে?
পহেলগাঁওতে জঙ্গিহামলায় পর্যটকদের নিহত হওয়ার ঘটনায় সেইসব পরিকল্পনা বাতিল করতে হয়েছে। পর্যটকেরা যেমন কিছুটা সন্ধিহান। এই সময় কাশ্মীর যাওয়ার ক্ষেত্রে পাশাপাশি, পর্যটন সংস্থাগুলো বুঝে উঠতে পারছে না আর কী করবে। এই মুহূর্তে কাশ্মীরে যা পরিস্থিতি তাতে সেখানে গিয়ে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যাবে না। তাই সোনমার্গ থেকে গুলমার্গ, পহেলগাঁও থেকে ডাল লেক কাশ্মীরি সৌন্দর্য উপভোগ করার উপযুক্ত সময় বোধহয় এটা নয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাইরাল যুগ! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যুর আগে নৌসেনা অফিসারের ‘শেষ ভিডিও’ ভাইরাল? এবার সামনে এল আসল সত্য!
হামলার জেরে ট্যুর বাতিল করেছে বৈঁচির পর্যটন সংস্থা। পর্যটকদের তাঁরা জানিয়েছে, আপাতত এক সপ্তাহ বাতিল করা হল এই ট্যুর। তবে এক সপ্তাহ পরেও পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তার নিশ্চয়তা নেই। তাই হোটেল গাড়িকে অগ্রিম দেওয়া পর্যটকদের থেকে অগ্রিম নেওয়া এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটন সংস্থার কর্ণধার অমিত দাস বলেন, ‘সরকার সেনাবাহিনী যদি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। তাহলে হয়তো যাওয়া সম্ভব। না হলে আপাতত কাশ্মীর ভ্রমণ বাতিল করতে হবে। কারণ জেনেশুনে মানুষকে বিপদে ফেলা যাবে না।’
advertisement
পর্যটক রমেন জয়ধর জানান, এর আগেও কাশ্মীর গিয়েছেন, তবে এই রকম ঘটনা শোনেননি। জঙ্গিরা এসে সরাসরি পর্যটকদের টার্গেট করে গুলি করে মারছে ভাবলেও শিহরণ জাগে। তিনি বলেন, ‘ঘটনার পরই আমরা সংস্থার সঙ্গে যোগাযোগ করি। তারা কী করে দেখা যাক।এতগুলো মানুষের মৃত্যু মনের মধ্যে আতঙ্ক হচ্ছে।’
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal to Kashmir Travel: 'আর যাব না থাক'! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলির নিশানায় পর্যটকরা, ভয়ে ট্যুর বাতিল বাঙালি ভ্রমণপ্রেমীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement