Pahalgam Attack Last video of Vinay Narwal: ভাইরাল যুগ! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যুর আগে নৌসেনা অফিসারের 'শেষ ভিডিও' ভাইরাল? এবার সামনে এল আসল সত্য!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pahalgam Attack Last video of Vinay Narwal: পহেলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে নৌসেনা অফিসারের 'শেষ ভিডিও' ভাইরাল, এবার জানা গেল সেটি ভুয়ো! আসল দম্পতিকে চিনুন।
কলকাতা: পহেলগাঁওতে জঙ্গিহামলায় মৃত্যু হয়েছে নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের। স্ত্রী হিমাংশীর সঙ্গে বিয়ের ৬ দিন পর মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাওঁয়ে সস্ত্রীক ঘুরে বেড়াচ্ছিলেন নৌসেনার এই লেফটেন্যান্ট। হঠাৎ তাঁদের সামনে গিয়ে দাঁড়ায় জঙ্গিরা। ভাল করে কিছু বুঝে ওঠার আগেই চলে গুলি। মাটিতে লুটিয়ে পড়েন নৌসেনার অফিসার।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিনয় ও হিমাংশির হানিমুনের ভিডিও বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কাশ্মীরে বেড়াতে গিয়ে এই ভিডিওটিই শেষ আপলোড করেছিলেন বিনয়। কিন্তু তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। বিতর্ক থেকেই গিয়েছিল। শেষ পর্যন্ত সামনে এল সেই ভিডিওর আসল দম্পতি কারা।
advertisement
advertisement
RW clowns embarrassing India once again
made some random video of some other innocent couple go viral in the name of Vinay Narwal and his wife.
Couple in the video is alive.pic.twitter.com/pGDRZ52YgW
— Dr Nimo Yadav 2.0 (@DrNimoYadav) April 24, 2025
advertisement
আরও পড়ুন: ‘পহেলগাঁও ওঠার সময় আচমকাই ড্রাইভার বলল দাঁড়ান, ফোন করে আসছি’, তারপর পুরো হিন্দি সিনেমা! প্রাণে বাঁচল বীরভূমের পর্যটকরা
নাম পরিচয় না জানালেও, ক্যামেরার সামনে বসে তাঁরা দাবি করেছেন, তাঁদের ভিডিও নৌসেনা অফিসার বিনয় ও তাঁর স্ত্রী হিমাংশীর নামে চলছে সোশ্যাল মিডিয়ায়। কোথা থেকে এই ভিডিও ভাইরাল হল তাঁরা তা জানেন না। এবং এর জেরে তাঁদের ও তাঁদের পরিবারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বেঁচে থেকেও ভিডিওতে RIP লেখা দেখে ভেঙে পড়েছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: শুধু গুলি করা নয়, পহেলগাঁওয়ে হামলার সময় আরও এক ভয়ঙ্কর জিনিস করছিল জঙ্গিরা! কী জানেন? শুনে হাড়হিম হয়ে যাবে
গত ৬ এপ্রিলই বাগদান হয়েছিল বিনয় এবং হিমাংশীর। এর ১০ দিন পরে ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে বিয়ে হয়েছিল তাঁদের। তবে এই দাম্পত্যের ৬ দিন যেতে না যেতেই নিজের জীবনসঙ্গীকে হারিয়েছেন হিমাংশী। ২৩ এপ্রিল বিনের শেষকৃত্যে হিমাংশীর কান্নায় চোখ ভিজেছে গোটা দেশেরই। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 2:48 PM IST