Pahalgam Terrorist Attack: 'পহেলগাঁও ওঠার সময় আচমকাই ড্রাইভার বলল দাঁড়ান, ফোন করে আসছি', তারপর পুরো হিন্দি সিনেমা! প্রাণে বাঁচল বীরভূমের পর্যটকরা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Pahalgam Terrorist Attack: ভালবাসার স্বর্গ আজ রক্তাক্ত! সেই বিষয়ে কী বলছেন অল্পের জন্য বেঁচে ফেরা বীরভূমের বাঙালি পর্যটকেরা? ঘটনা শুনলে শিউরে উঠবেন...
বীরভূম: মঙ্গলবার দুপুরে টিভির পর্দায় ভেসে ওঠে এক অবিশ্বাস্য ঘটনা। ফের রক্তাক্ত ভূস্বর্গ! জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত তারও বেশি হতে পারে। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যা ছিল পাঁচ-ছ’জন। সবুজে ঘেরা বৈসরন উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সন্ত্রাসবাদীদের কবলে পড়েন বহু পর্যটক। সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: সবুজ পাইনবনের পহেলগাঁওতে চলছে ঝাঁকে ঝাঁকে গুলি, রক্তের বন্যা! হঠাৎ পুলিশের কাছে ফোন! কে করেছিলেন সেই ফোন? সামনে এল পরিচয়
অন্য পর্যটকদের মতো কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন বীরভূম থেকে একটি দলও। তাঁরা জানালেন, তাঁদের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। যাত্রা পথে কিছুটা দেরি প্রাণ বাঁচিয়ে দিল তাঁদের। বীরভূমের বোলপুরের বাসিন্দা পামোলি কাঞ্জিলাল বলেন, ‘১৬ তারিখ বোলপুর থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রাশুরু। শ্রীনগর থেকে বিভিন্ন সাইট সিন দেখে পৌঁছন ঘটনাস্থল পহেলগাঁওয়ের থেকে ২ কিলোমিটার আগে আরুভালিতে। সেইখানে খাওয়া-দাওয়া করে পহেলগাঁওয়ে যাওয়ার কথা। তবে হঠাৎ দেখেন পরিবেশটা কেমন যেন নির্জন হয়ে যায়।’
advertisement
advertisement
তখনই যে ট্যাক্সি গাড়িতে তাঁরা যাত্রা করছিলেন সেই গাড়িরচালক গাড়ি দাঁড় করিয়ে তাঁদের বলেন, তিনি কয়েকটি ফোন করে আসছেন। সেই সময় গাড়ির চালক কয়েকটি ফোন করে জানতে পারেন সেই পরিস্থিতির কথা। তৎক্ষণাৎ গাড়ির চালক গাড়িটি ঘুরিয়ে নেন সেইখান থেকে।
পামোলি বলেন, ‘সেই মুহূর্তে একাধিক সিআরপিএফ-এর গাড়ির পাশাপাশি লাইন দিয়ে একাধিক অ্যাম্বুলেন্স এবং অপর দিয়ে হেলিকাপ্টার উড়তে থাকে। ঠিক যেন হিন্দি সিনেমার মতো অনুভব হয় তাঁদের। সেই মুহূর্তে আতঙ্কিত হলেও তাঁদের ভরসা ছিল ইন্ডিয়ান আর্মি ও সিআরপিএফ-এর উপরে।’
advertisement
আরও পড়ুন: শুধু গুলি করা নয়, পহেলগাঁওয়ে হামলার সময় আরও এক ভয়ঙ্কর জিনিস করছিল জঙ্গিরা! কী জানেন? শুনে হাড়হিম হয়ে যাবে
তিনি আরও বলেন, “এত সুন্দর কাশ্মীরের দৃশ্যের মধ্যে লুকিয়ে ছিল আতঙ্ক! আমরা সবাই জানি কাশ্মীরের ইতিহাস, তারপরও এই মোহময় পরিবেশ কেবল শুধু ভালবাসতে শেখায়। এমন রক্তাক্ত, আতঙ্কময় পরিবেশকে সামনে থেকে দেখে ও ভারতীয় সেনার তৎপরতায় আমরা সেখানেও নির্ভয়ে ছিলাম। এই ঘটনার অনেক মোড় থাকতে পারে, তবে আমার মনে হল যাঁরা পর্যটনের সঙ্গে যুক্ত, তাঁরা অর্থনৈতিক ভাবে চিন্তিত। পথে আসতে যেতে একটাই কথা শোনা যাচ্ছে আপনারা না এলে আমরা কর্মহীন হয়ে পড়ব। তখন কাশ্মীরী যুব সম্প্রদায়কে সঠিক পথে রাখা বেশ অসুবিধা হবে। যাইহোক আমরা ভারতীয়রা মনে-প্রাণে কাশ্মীরের সঙ্গে আছি পরিস্থিতি ঠিক হলে আবার যেন যাবার জন্য তৈরি হই”।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pahalgam Terrorist Attack: 'পহেলগাঁও ওঠার সময় আচমকাই ড্রাইভার বলল দাঁড়ান, ফোন করে আসছি', তারপর পুরো হিন্দি সিনেমা! প্রাণে বাঁচল বীরভূমের পর্যটকরা