Pahalgam Attack: সবুজ পাইনবনের পহেলগাঁওতে চলছে ঝাঁকে ঝাঁকে গুলি, রক্তের বন্যা! হঠাৎ পুলিশের কাছে ফোন! কে করেছিলেন সেই ফোন? সামনে এল পরিচয়

Last Updated:
Pahalgam Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
1/10
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
advertisement
2/10
এলাকাটি পর্যটকদের কাছে ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে জনপ্রিয়। সবুজ বাগান ও পাহাড়ে ঘেরা উপত্যকায় মরসুম গমগম করে পর্যটকের ভিড়ে।
এলাকাটি পর্যটকদের কাছে ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে জনপ্রিয়। সবুজ বাগান ও পাহাড়ে ঘেরা উপত্যকায় মরসুম গমগম করে পর্যটকের ভিড়ে।
advertisement
3/10
জম্মু-কাশ্মীরের এই জায়গাটি পর্যটকের কাছে মনের আরাম খোঁজার জায়গা। আক্ষরিক অর্থে ছবির মতো সুন্দর এই জায়গায় সকলে উঠতে পারেন না।
জম্মু-কাশ্মীরের এই জায়গাটি পর্যটকের কাছে মনের আরাম খোঁজার জায়গা। আক্ষরিক অর্থে ছবির মতো সুন্দর এই জায়গায় সকলে উঠতে পারেন না।
advertisement
4/10
কারণ পহেলগাঁওয়ের বাজার এলাকা থেকে বেশ খানিকটা উঁচুতে প্রায় ৭-৮ কিলোমিটার ঘোড়ায় চড়ে বা ট্রেক করে উঠতে হয়। সেখানেই মঙ্গলবার হত্যালালী চালায় লস্করের শাখা সংগঠন টিআরএফ-এর জঙ্গিরা।
কারণ পহেলগাঁওয়ের বাজার এলাকা থেকে বেশ খানিকটা উঁচুতে প্রায় ৭-৮ কিলোমিটার ঘোড়ায় চড়ে বা ট্রেক করে উঠতে হয়। সেখানেই মঙ্গলবার হত্যালালী চালায় লস্করের শাখা সংগঠন টিআরএফ-এর জঙ্গিরা।
advertisement
5/10
সবুজে ঘেরা পহলগাঁওয়ের উপত্যকায় তখন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন বহু পর্যটক৷ আচমকাই সেই পর্যটকদের লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি৷
সবুজে ঘেরা পহলগাঁওয়ের উপত্যকায় তখন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন বহু পর্যটক৷ আচমকাই সেই পর্যটকদের লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি৷
advertisement
6/10
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেনা পোশাকে থাকা অন্তত দুই থেকে তিন জন জঙ্গি পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে৷ তাতেই মৃত্যু হয় অন্তত ২৬ জন পর্যটকের৷
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেনা পোশাকে থাকা অন্তত দুই থেকে তিন জন জঙ্গি পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে৷ তাতেই মৃত্যু হয় অন্তত ২৬ জন পর্যটকের৷
advertisement
7/10
হঠাৎ করেই শোনা যায় মুহুর্মুহু গুলি চলার শব্দ। সঙ্গে ভেসে আসতে থাকে আর্ত চিৎকার।
হঠাৎ করেই শোনা যায় মুহুর্মুহু গুলি চলার শব্দ। সঙ্গে ভেসে আসতে থাকে আর্ত চিৎকার।
advertisement
8/10
কে কোনদিকে পালাবে, কে গুলি চালাচ্ছে, কীভাবে বাঁচব এরকম নানা প্রশ্নের মাঝে তখন কে বাঁচাবে ভাবতেই ভুলে গেছিলেন সকলে।
কে কোনদিকে পালাবে, কে গুলি চালাচ্ছে, কীভাবে বাঁচব এরকম নানা প্রশ্নের মাঝে তখন কে বাঁচাবে ভাবতেই ভুলে গেছিলেন সকলে।
advertisement
9/10
জানা গিয়েছে, পর্যটক এক মহিলাই ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম পুলিশকে ফোন করেন। তবে তিনি কে, নাম-পরিচয় কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, পর্যটক এক মহিলাই ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম পুলিশকে ফোন করেন। তবে তিনি কে, নাম-পরিচয় কিছু জানা যায়নি।
advertisement
10/10
যাঁরা প্রাণে বেঁচে ফিরেছেন, তাঁদের বক্তব্য, ওই মহিলা সাহস করে ফোনটা না করলে আরও কত যে মৃত্যু হত কে জানে!
যাঁরা প্রাণে বেঁচে ফিরেছেন, তাঁদের বক্তব্য, ওই মহিলা সাহস করে ফোনটা না করলে আরও কত যে মৃত্যু হত কে জানে!
advertisement
advertisement
advertisement