West Bengal News: ট্রাকের মধ্যে গোপন কুঠুরি! তার ভিতরে কী জানেন! মগরাহাটে সর্বনাশ! জেনে হতবাক সকলে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
West Bengal News: খবর পেয়েই ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
মগরাহাট: মগরাহাট থানা এলাকায় একটি ছোট ট্রাককে আটক করে চোখ কপালে উঠল পুলিশের। অভিনব কায়দায় ট্রাকের মধ্যে তৈরি করা হয়েছে ছোট গোপন কুঠুরি। যা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কী রয়েছে। তবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই একদম। জানা গিয়েছে, গাঁজা পাচারকারীরা গাড়িতে করে নিষিদ্ধ মাদকদ্রব্য পাচার করছে, এই খবর আসে মগরাহাট থানার পুলিশের কাছে।
এরপর শুরু হয় নিষিদ্ধ মাদকদ্রব্য আটকের কাজ। কিন্তু যে গাড়িটিকে আটক করা হয়, তাতে দেখা যায় পাচারকারীরা ট্রাকের মধ্যেই রীতিমতো মাথা ঘামিয়ে পুলিশের চোখকে ফাঁকি দিতে নতুন মেকানিজম তৈরি করেছে। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
advertisement
advertisement
জানা গিয়েছে, গোপন কুঠুরি থেকে প্রায় ২০০ প্যাকেটের উপর গাঁজা উদ্ধার করা হয়েছে। যার প্রায় সবগুলি এক থেকে দেড় কেজি ওজনের। যদিও গাড়ির ড্রাইভার পুলিশ দেখেই পালিয়ে যায়। মনে করা হচ্ছে এই বিপুল পরিমাণ গাঁজা ওড়িশা থেকে আসছিল। এই ঘটনার পিছনে কোন চক্র রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
— নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ট্রাকের মধ্যে গোপন কুঠুরি! তার ভিতরে কী জানেন! মগরাহাটে সর্বনাশ! জেনে হতবাক সকলে