West Bengal News: রাজ্যজুড়ে গ্রামে গ্রামে ৮২৪ টি 'সুস্বাস্থ্য কেন্দ্র'! পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ স্বাস্থ্যে 'বিশেষ' নজর

Last Updated:

West Bengal News: রাজ্যে স্বাস্থ্য সচিব নির্দেশিকা দিয়ে প্রতিটি জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছে দ্রুত এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু করতে হবে।

গ্রামীণ স্বাস্থ্য নিয়ে নবান্নের বড় সিদ্ধান্ত
গ্রামীণ স্বাস্থ্য নিয়ে নবান্নের বড় সিদ্ধান্ত
রাজ্যের স্বাস্থ্য সচিব বুধবার প্রত্যেক জেলাশাসক ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকে চিঠি দিয়ে এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে থাকলে কাজ শুরু করার নির্দেশ দিলেন। সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিটি ব্লকে ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির ব্যাপারে নির্দেশ দেন। শুধু তাই নয় সুস্বাস্থ্য কেন্দ্র গুলির সঙ্গে সঙ্গে যাতে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে যায় তার জন্য বিশেষভাবে উদ্যোগ নিতে বলেন স্বাস্থ্য দফতরকে। অবশেষে অর্থ দফতরের ছাড়পত্র পাওয়ায় স্বাস্থ্য দফতর বিশেষভাবে উদ্যোগী হতে বলল জেলাগুলিকে (West Bengal News)।
advertisement
advertisement
ইতিমধ্যেই রাজ্য সরকার শিশু ও গর্ভবতী মায়েদের প্রসবকালীন স্বাস্থ্য সুরক্ষায় (West Bengal Health Department) সরকারি প্রকল্পগুলি রূপায়ণে রাজ্যের স্বাস্থ্য এবং নারী,শিশু ও সমাজ কল্যান দফতরকে এক ছাতার তলায় এনে কর্মসূচি রূপায়ণে উদ্যোগী হয়েছে। আন্ত্রিক, কালাজ্বর, ডেঙ্গি, ম্যালেরিয়ার মশাবাহিত বা জলবাহিত সংক্রমনের চিকিৎসাও হবে এই কেন্দ্র থেকে। যার লক্ষ্য হল আশা কর্মী, উপস্বাস্থ্য কেন্দ্রের অক্সিলারি নার্স ও অঙ্গনওয়াড়ি কর্মীরা একসঙ্গে যাতে কাজ করে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেওয়া যায় (Rural Health)। সেই মতোই রাজ্য সরকার ৮২৪ টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেয়। এজন্য টেন্ডার ডাকা হয়ে হয়ে যায়। কিন্তু কোভিড পরিস্থিতিতে রাজ্যের আর্থিক সঙ্কটের জন্য তা কার্যকরে সাময়িক স্থগিত রাখা হয়। আরআইডিএফ খাতে বরাদ্দ অনুমোদন পেতেই রাজ্য সরকার এই কেন্দ্র তৈরির কাজে হাত দিল (West Bengal News)।
advertisement
স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তালিকা বলছে, এই প্রকল্পে জেলার এক একটি ব্লকে একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকে ১৬ টি, দিনহাটা ব্লকে ১০ টি, উত্তর দিনাজপুরের বালুরঘাট ব্লকে ৮ টি, হুগলির খানাকুল ১ নম্বর ব্লকে ৭ টি, মগরা ব্লকে ১১ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ্যেই কোন জেলার কোন ব্লকে কতগুলি করে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে তার বিস্তারিত তালিকাও জেলা শাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রাজ্যজুড়ে গ্রামে গ্রামে ৮২৪ টি 'সুস্বাস্থ্য কেন্দ্র'! পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ স্বাস্থ্যে 'বিশেষ' নজর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement