Hilsa: ইলশেগুঁড়ি বৃষ্টি, পুবালি হাওয়া! টন টন ইলিশ ঢুকছে কলকাতার বাজারে! দর কেমন? দেখে নিন

Last Updated:

Hilsa: দিঘাতে গত একসপ্তাহে জালে উঠেছে অন্তত ৮০ টন মাছ। সব রেকর্ড ভেঙে শুধুমাত্র গত রবিবারই উঠেছে ২৫ টন। অনুকূল আবহাওয়ায় প্রতিদিন রেকর্ড পরিমাণ ইলিশই ধরা পড়ছে দিঘার মৎস্যজীবীদের জালে।

ইলিশ-সুখ শুরু এই মরশুমে!
ইলিশ-সুখ শুরু এই মরশুমে!
#কলকাতা: গত মরশুম থেকেই চলছিল ইলিশের খরা। তবে এবার হাসি চওড়া হয়েছে মৎস্যজীবীদের। প্রতিকূল আবহাওয়া থাকার পরেও এই বছর শুরুতে তেমন ইলিশ জালে ওঠেনি। তবে কী এবারও মুখ দেখাবে না রুপোলি রানী? উদ্বেগ বাড়ছিল মৎস্যজীবীদের। তবে শেষ এক সপ্তাহে পরিস্থিতি অনেকটা বদল হয়েছে। প্রচুর ইলিশ উঠেছে জালে। স্বভাবতই খুশির হাওয়া মাছের বাজারে। মৎস্যজীবীদের আশা আগামী কয়েকদিন এমন ইলশেগুঁড়ি বৃষ্টি আর মেঘলা আবহাওয়া থাকলে আরও ইলিশ ঢুকবে বাজারে (Hilsa Fish)।
রুপোলি ইলিশ দেখলেই বাঙালির জিভে জল। বর্ষা আসতে না আসতেই ভোজনরসিক বাঙালির চাহিদা তুঙ্গে। অবশেষে ইলিশ-সুখ শুরু এই মরশুমে! হাতের গন্ধ, প্রাণের সুখ, পকেটেও স্বস্তি। দিঘাতে গত একসপ্তাহে জালে উঠেছে অন্তত ৮০ টন মাছ। সব রেকর্ড ভেঙে শুধুমাত্র গত রবিবারই উঠেছে ২৫ টন। অনুকূল আবহাওয়ায় প্রতিদিন রেকর্ড পরিমাণ ইলিশই ধরা পড়ছে দিঘার মৎস্যজীবীদের জালে। প্রতিদিন ১০ থেকে ১২ টন, সময় সময় আরও বেশি ইলিশ মাছও ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে।
advertisement
advertisement
শহরের বাজারেও ইলিশ
শুধু দিঘা নয়। একই ছবি দক্ষিণ ২৪ পরগনাতেও। সেখানেও প্রচুর ইলিশ জালে উঠেছে। শহরের মানিকতলা বাজারেও মিলছে দেদার ইলিশ (Hilsa)। সেখান থেকে ছোট বাজারগুলিতেও যাচ্ছে ইলিশ। ফলে ইলিশের দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন পরিস্থিতি অনুকূলে থাকলে ইলিশের (Hilsa Fish) দাম আরও সস্তা হতে পারে আশা করছেন অনেকে।
advertisement
ইলশেগুঁড়ি, পূবালী হওয়ার দোসর টন টন ইলিশ ইলশেগুঁড়ি, পূবালী হওয়ার দোসর টন টন ইলিশ
শেষ এক মাস ছবিটা মোটেও ভালো ছিল না। খুব কম ইলিশ জালে উঠছিল। মজার কথা এতদিন যে ইলিশ বাজারে ছিল তা নিতান্তই ছোট ইলিশ। চড়া দামে বিকোচ্ছিল খোকা ও জাটকা ইলিশ। ফলে মধ্যবিত্ত শ্রেণির ধরাছোঁয়ার বাইরে কার্যত ছিল ইলিশ মাছ। কিন্তু শেষ এক সপ্তাহে প্রচুর ইলিশ মাছ জালে উঠেছে।
advertisement
দাম -দর কী বলছে?
তবে ইলিশের দাম যে খুব একটা সস্তা হয়েছে, এমনটা কিন্তু নয়। দিঘায় হাফ কেজি ইলিশের (Hilsa) দামও ৭০০ টাকার কাছাকাছি। আর এক কেজির দাম ১,২০০ থেকে ১,৫০০ টাকা। কোথাও কোথাও দামে একটু হেরফের রয়েছে। ফলে জালে উঠলেও ইলিশের দাম খুব একটা কমেনি। ফলে এখনই বাজারে ইলিশ কিনতে গেলে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে অনেকটাই। কিন্তু ইলিশ ব্যবসায়ীদের দাবি, দাম আগের থেকে কিছুটা কমেছে। আগে চাহিদা অনুযায়ী যোগান কম ছিল। এখন কিছুটা বেড়েছে। এমনটা যদি চলতে থাকে তাহলে ১ সপ্তাহের মধ্যে ইলিশের দামও আরও অনেকটা কমবে বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা (Hilsa Fish)।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hilsa: ইলশেগুঁড়ি বৃষ্টি, পুবালি হাওয়া! টন টন ইলিশ ঢুকছে কলকাতার বাজারে! দর কেমন? দেখে নিন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement