West Bengal Municipal Election 2022|| দুবরাজপুর পুরসভা দখলে সংখ্যালঘু ভোট কতটা কার্যকরী! কী বলছে রাজনৈতিক সমীকরণ!

Last Updated:

West Bengal Municipal Election 2022: বীরভূমের দুবরাজপুর পুরসভায় ১৬টি ওয়ার্ড। যার মধ্যে ৫টি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেছে তৃণমূল। ভোট হচ্ছে বাকি ১১ আসনে। ম্যাজিক ফিগার ৯।

#দুবরাজপুর: বীরভূমের দুবরাজপুরে ৫ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দখল করলেও প্রতিদ্বন্দ্বিতা বাকি ১১ আসনে। বেশ কয়েকটি ওয়ার্ডে মাঠ ছাড়া বিজেপি। ম্যাজিক ফিগার পেতে কি সাহায্য করবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক?
বীরভূমের দুবরাজপুর পুরসভায় ১৬টি ওয়ার্ড। যার মধ্যে ৫টি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেছে তৃণমূল। ভোট হচ্ছে বাকি ১১ আসনে। ম্যাজিক ফিগার ৯। এই ম্যাজিক ফিগারে পৌঁছে দুবরাজপুর পুরসভা দখল করতে তৃণমূলের দরকার আর ৪ আসন। এ দিকে দুবরাজপুরের যে ১১ ওয়ার্ডে ভোট হচ্ছে, সেগুলির মধ্যে দুবরাজপুরের ইসলামপুর এলাকা,  যার মধ্যে ৭, ১০ এবং ১১  নম্বর ওয়ার্ড গুলি সংখ্যালঘু ওয়ার্ড বলে পরিচিত। তাই খুব বেশী লড়াইয়ে না গিয়েও সংখ্যালঘু ভোটারদের জন্য এমনিতেই দুবরাজপুর পুরসভা দখল করবে তৃণমূল, এমনটাই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
advertisement
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ঘুরলেন ওয়ার্ডে ওয়ার্ডে, 'কাঁচা বাদাম' গেয়ে ঝড় তুললেন ভুবন বাদ্যকর
তথ্য বলছে দুবরাজপুরের ৭ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু ভোটার ৭৫%,  ১০ নম্বর ওয়ার্ডে ১০০% সংখ্যালঘু ভোটার, আর ১১ নম্বর ওয়ার্ডে ৬৫% ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের। এ দিকে এখনকার প্রধান বিরোধী দলই ভোটের লড়াইয়ে মাঠে নেই দুবরাজপুরের বেশ কিছু ওয়ার্ডে। কারণ হিসাবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ওই সমস্ত ওয়ার্ডগুলিতে তাদের সংগঠন নেই। তাই প্রার্থী দেওয়া হয়নি। আবার মনোনয়ন জমাদিয়েও দুবরাজপুরের ১, ৫, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী প্রত্যাহার করেছে বিজেপি।
advertisement
advertisement
তবে যে কটি ওয়ার্ডে ভোট হচ্ছে সেখানে অবশ্য তৃণমূলের প্রতিপক্ষ হিসাবে রয়েছে কংগ্রেস ও সিপিএম। তাদের দাবি ওই সমস্ত ওয়ার্ডে ভোট ব্যাঙ্ক রয়েছে তাদের। তাই জেতার ক্ষেত্রে আশাবাদী তারাও। সিপিএম প্রার্থী জানিয়েছে তৃণমূল আর বিজেপির পরস্পর বোঝাপড়ার জন্য কোনও প্রার্থী দেয়নি বিজেপি। দুবরাজপুরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাজিরউদ্দিন বলেন, 'ইসলামপুরে ধর্মীয় রাজনীতি হবে না। সংখ্যালঘু এলাকায় বিজেপি প্রার্থী দিলে ওরা হাসির খোরাক হবে। এ ছাড়াও সিপিএম ও বিজেপির মধ্যে একটা বোঝাপড়া রয়েছে ওরা মিলেমিশে কাজ করছে।'
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকার-এর অভূতপূর্ব রেকর্ড, চলতি বছরের দ্বিতীয় দফা শুরু কবে?
ওয়ার্ডের সিপিএম প্রার্থী আলাউদ্দিন খান বলেন, 'তৃণমূল ও বিজেপির মধ্যে একটা অভ্যন্তরীণ বোঝাপড়া রয়েছে। যারাই বিজেপি, তারাই তৃণমূল। তাই সবাই বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। সেই জন্য তৃণমূলের সুবিধার্থে বিজেপিরা প্রার্থী দেয়নি। তবে আমার ওয়ার্ডে আমি অনেকটাই আশাবাদী, আমি জিতব।' ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আতাউল খান বলেন, 'আমাদের ওয়ার্ডে বিজেপি নেই। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল ও সিপিএম। এত বছরে কোনও উন্নয়ন হয়নি আমাদের ওয়ার্ডে। এ বারে উন্নয়নের স্বার্থে আমি দাঁড়িয়েছি। তবে জেতার জন্যই দাঁড়িয়েছি আশা করছি আমি জিতব।' ফলে এখন অপেক্ষা ভোটের ফলাফলের।
advertisement
 Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022|| দুবরাজপুর পুরসভা দখলে সংখ্যালঘু ভোট কতটা কার্যকরী! কী বলছে রাজনৈতিক সমীকরণ!
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement