৩৫ বছর ধরে নিখোঁজের নামও ভোটার তালিকায়!

Last Updated:

উত্তম ভৌমিক নামে এলাকারই একজন গত ৩৫ বছর ধরে নিখোঁজ বলে দাবি করেছে বিজেপি। ওই ব্যক্তির পরিবারও জানিয়েছে গত সাড়ে তিন দশক ধরে তিনি সত্যিই নিখোঁজ। সেই তাঁর নাম ভোটার তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে

এই তালিকাতেই রয়েছে সেই সমস্ত নাম
এই তালিকাতেই রয়েছে সেই সমস্ত নাম
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ফের ভোটার তালিকায় মৃত ও নিখোঁজ ভোটারের সন্ধান। শান্তিপুরের পরপর দুটি বুথের ভোটার তালিকায় এমনই একাধিক গরমিল নজরে এল। এমনকি গত ৩৫ বছর ধরে নিখোঁজ ব্যক্তির নাম‌ও রয়েছে ভোটার তালিকা। তাঁর নামে প্রতি নির্বাচনে ভোট পড়ে বলে এক স্থানীয় বাসিন্দা অভিযোগও করেছেন।
এদিকে নিখোঁজ ভোটারের নাম থাকা নিয়ে অভিযোগ করায় তাঁকে নিশানা করেছেন নিয়োগ বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। নদিয়ার শান্তিপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৫২ এবং ১৫৯ নম্বর বুথে একাধিক মৃত ও নিখোঁজ ভোটারের নাম তালিকায় আছে বলে বিজেপির অভিযোগ।
আরও পড়ুন: মেদিনীপুরে ইংলিশ চ্যানেল জয়ী, দেখতে উপচে পড়ল ভিড়
এই বিষয়ে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি সুমন্ত বিশ্বাস জানান, এসআইআর হবে বলে তাঁরা বিভিন্ন রকমভাবে ভোটার তালিকা নিয়ে তদন্ত শুরু করেন। আর তাতেই দেখা যায় এলাকার দুটি বুথ মিলিয়ে প্রায় ২৩ থেকে ২৫ জন ভুয়ো ভোটার এবং নিখোঁজ ভোটারের নাম তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি অভিযোগ, ভুয়ো ভোটারের নাম তালিকায় ঢোকানোর জন্য সম্পূর্ণ হিন্দু প্রধান এলাকাতেও মুসলিম ভোটারের নাম রেখে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
উত্তম ভৌমিক নামে এলাকারই একজন গত ৩৫ বছর ধরে নিখোঁজ বলে দাবি করেছে বিজেপি। ওই ব্যক্তির পরিবারও জানিয়েছে গত সাড়ে তিন দশক ধরে তিনি সত্যিই নিখোঁজ। সেই তাঁর নাম ভোটার তালিকায় থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি মৃত ভোটারদের নাম‌ও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএলও’র দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজেপির অভিযোগ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, ওই বুথগুলিতের বিগত নির্বাচনে কোনও ডান পন্থী দল জেতেনি। তবে মৃত ভোটার চিহ্নিতকরণ করা দরকার সেটা তৃণমূলও চাইছে। পাশাপাশি তাঁর দাবি, মৃত নিখোঁজ ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে বিতর্কের মাত্রা ক্রমশই বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩৫ বছর ধরে নিখোঁজের নামও ভোটার তালিকায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement