Miss India: জুনিয়রের গুণ্ডি পেরিয়ে এবারে মিস ইন্ডিয়ার দৌড়ে মালদহের প্রিন্সিপ্রিয়া
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
মালদহের ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর গভার্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা প্রিন্সিপ্রিয়া ভৌমিক (১৬)। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় একজন ব্যবসায়ী ও মা পূর্ণিমা ভৌমিক গৃহবধূ। মালদহ শহরের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সে। ছোটবেলা থেকেই শখ তাঁর মডেলিং ও গ্রুমিং।
advertisement
advertisement
advertisement
advertisement
জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন প্রিন্সিপ্রিয়া ভৌমিক জানান, "ছোটবেলা থেকেই স্বপ্ন অভিনয় জগতে কিছু করার। আজকে এই জায়গায় আসতে পেরে খুব ভাল লাগছে। বাংলার হয়ে কালচার রাউন্ডে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব সংস্কৃতিকে পোশাকের মাধ্যমে তুলে ধরেছি। জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে খুব ভাল লাগছে। আগামীতে মিস ইন্ডিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
মূলত চারটি রাউন্ডে প্রতিযোগীদের বিবেচনা করা হয়। ইন্ট্রোডাকশন, কালচার, ট্যালেন্ট ও ওয়াক। সব মিলিয়ে জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় প্রিন্সিপ্রিয়া ভৌমিক। তাঁর মা পূর্ণিমা ভৌমিক জানান, "সাত বছর বয়স থেকে সে মডেলিং ও অভিনয়ের প্রশিক্ষণ নিত। স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনার সময় থেকে এলাকার ছেলেমেয়েদের মডেলিং এর প্রশিক্ষণ দেয়।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
ইতিমধ্যে সিনেমার পর্দায় কালিয়াচক চ্যাপ্টার ১ নামক বাংলা একটি ছবিতে অভিনয়ও করেছে সে। ভবিষ্যতে সিনেমা জগতে আরও অভিনয় করার ইচ্ছে রয়েছে তাঁর বলে জানান পরিবারের সদস্যরা। এদিকে এদিন মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছতে শুভেচ্ছা জানাতে হাজির হন এলাকার বাসিন্দারা। জেলার মেয়ের এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)







