রাজ্যে চলতে থাকা এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এসআইআর-এর খসড়া তালিকায় বাদ যাওয়া ভোটাররা অধিকাংশই বৈধ ভোটার বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'এসআইআর-এর নামে সর্বনাশের খেলা চলছে বাংলা জুড়ে৷ আগেই এআই ব্যবহার করে ৫৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এআই ব্যবহার করে৷ বিবাহিত মহিলাদের পদবী বদল হওয়ায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে৷ মিসম্যাচ হয়েছে নির্বাচন কমিশনের ভুলে৷ বলছে ইআরও নাকি ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে৷ কিন্তু ইআরও-দের সংগঠন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা এ বিষয়ে কিছু জানে না৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে ৫৪ লক্ষ নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে অধিকাংশ নামই বৈধ ভোটারদের৷'
Last Updated: Jan 14, 2026, 01:59 IST


