Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগেই 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে৷ আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা৷
কলকাতা: বাস্তবের নায়ক অসুস্থ৷ আর তাঁকে দেখতেই হাসপাতালে ছুটলেন পর্দার নায়ক৷ জলপাইগুড়ির ক্রান্তির বাসিন্দা অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুল হক হৃদযন্ত্রের সমস্যায় কলকাতার হাসপাতালে ভর্তি৷ সেই খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন অভিনেতা সাংসদ দেব৷
প্রসঙ্গত, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করিমুল হকের জীবন কাহিনি বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা দেব৷ সেই ছবির নামও ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’৷ বড় পর্দায় করিমুলের চরিত্র ফুটিয়ে তুলবেন দেব৷ বায়োপিক তৈরির সূত্রেই করিমুলের সঙ্গে আগেই পরিচয় হয়েছিল তারকা অভিনেতার৷ তাই করিমুল অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি শুনেই তাঁকে দেখতে ছুটে যান অভিনেতা৷ সমাজমাধ্যমে সেই ছবি দিয়ে দেব লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন করিমদা৷ আপনার দ্রুত আরোগ্য কামনা করি৷ আপনিই আসল অ্যাম্বুল্যান্স দাদা৷
advertisement
advertisement
হাসপাতালে দেবকে দেখে নিজের আনন্দ ধরে রাখতে পারেননি করিমুলও৷ গাল টিপে অভিনেতাকে বড় দাদার মতোই আদর করে দেন তিনি৷
গত বুধবার জলপাইগুড়ির একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন করিমুল হক৷ প্রথমে জলপাইগুড়ির একটি নার্সিং হোম, তার পর শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় করিমূলকে৷ তাঁর হৃদযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ে৷ এর পর চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়৷ কলকাতায় আনার পর করিমুলের বুকে পেসমেকার বসাতে হয়েছে৷ তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 1:43 AM IST










