Murshidabad News: পঞ্চায়েতের উপর ভরসার দিন শেষ! ভারত-পাক সংঘাত আবহে এবার সীমান্তে চাঁদা তুলে রাস্তা বানাচ্ছেন বাসিন্দারা

Last Updated:

ভারত পাক সংঘাতের আবহে সীমান্তে তৈরি হচ্ছে রাস্তা

+
সীমান্তে

সীমান্তে চলছে রাস্তা তৈরির কাজ 

মুর্শিদাবাদ: ভারত পাক সংঘাতের আবহে সীমান্তে তৈরি হচ্ছে রাস্তা। গ্রামের বাসিন্দারা চাঁদা তুলেই করছে রাস্তা। সীমান্তবর্তী মুর্শিদাবাদে অনুন্নয়নের শিকার আস্ত গ্রাম। ৩০ বছর ধরে দাবি করে আসলেও নেই জনজীবনের প্রাথমিক চাহিদার সামান্য রাস্তাও। পঞ্চায়েতের উপর আস্থা হারিয়ে তাই গ্রামবাসীরাই চাঁদা তুলে বানাচ্ছেন আস্ত রাস্তা। পঞ্চায়েতের প্রতি ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীদের কর্মযজ্ঞে সামিল হয়েছেন শাসক দলের পঞ্চায়েত সদস্যও।
মুর্শিদাবাদের জলঙ্গিতে উলট-পুরাণ এই চিত্র দেখে কটাক্ষ করছেন বিরোধীরাও। কেন্দ্র বরাদ্দ করলেও ১০০ দিনের কাজের টাকায় কাজ না করে উধাও করেছেন শাসক দলের নেতারা। ব্যাপক দূর্নীতিতে তাই অগত্যা বঞ্চিত নিরীহ গ্রামবাসীরা। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি থানার  উদয়নগর চর গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও সরকারি কোন পরিষেবা সঠিক ভাবে পৌঁছায়না। যোগাযোগের জন্য নেই প্রাথমিক রাস্তাও।
advertisement
advertisement
সামনেই বর্ষা। বর্ষার সময় প্রবল সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের। এমনকি বিএসএফ যদি জিরো পয়েন্টে যেতে চাই তাও সমস্যায় পড়তে হবে। তাই ভারত পাকিস্তান সংঘাতের আবহে তৎপরতা গ্রামের বাসিন্দাদের মধ্যে। সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে মাটি ফেলে গ্রামের রাস্তা তৈরি করছেন। যদিও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আজাদ আলিও গ্রামবাসীদের সঙ্গে কোমর বেঁধে নেমেছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পঞ্চায়েতের উপর ভরসার দিন শেষ! ভারত-পাক সংঘাত আবহে এবার সীমান্তে চাঁদা তুলে রাস্তা বানাচ্ছেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement