Murshidabad News: পঞ্চায়েতের উপর ভরসার দিন শেষ! ভারত-পাক সংঘাত আবহে এবার সীমান্তে চাঁদা তুলে রাস্তা বানাচ্ছেন বাসিন্দারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
ভারত পাক সংঘাতের আবহে সীমান্তে তৈরি হচ্ছে রাস্তা
মুর্শিদাবাদ: ভারত পাক সংঘাতের আবহে সীমান্তে তৈরি হচ্ছে রাস্তা। গ্রামের বাসিন্দারা চাঁদা তুলেই করছে রাস্তা। সীমান্তবর্তী মুর্শিদাবাদে অনুন্নয়নের শিকার আস্ত গ্রাম। ৩০ বছর ধরে দাবি করে আসলেও নেই জনজীবনের প্রাথমিক চাহিদার সামান্য রাস্তাও। পঞ্চায়েতের উপর আস্থা হারিয়ে তাই গ্রামবাসীরাই চাঁদা তুলে বানাচ্ছেন আস্ত রাস্তা। পঞ্চায়েতের প্রতি ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীদের কর্মযজ্ঞে সামিল হয়েছেন শাসক দলের পঞ্চায়েত সদস্যও।
মুর্শিদাবাদের জলঙ্গিতে উলট-পুরাণ এই চিত্র দেখে কটাক্ষ করছেন বিরোধীরাও। কেন্দ্র বরাদ্দ করলেও ১০০ দিনের কাজের টাকায় কাজ না করে উধাও করেছেন শাসক দলের নেতারা। ব্যাপক দূর্নীতিতে তাই অগত্যা বঞ্চিত নিরীহ গ্রামবাসীরা। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি থানার উদয়নগর চর গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও সরকারি কোন পরিষেবা সঠিক ভাবে পৌঁছায়না। যোগাযোগের জন্য নেই প্রাথমিক রাস্তাও।
advertisement
আরও পড়ুন: মিয়াজাকি শুনেছেন, ল্যাংড়া, হিমসাগর শুনেছেন। কিন্তু চৌসা! জানেন এই আমের উৎপত্তি ও গুরুত্ব কতটা
advertisement
সামনেই বর্ষা। বর্ষার সময় প্রবল সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের। এমনকি বিএসএফ যদি জিরো পয়েন্টে যেতে চাই তাও সমস্যায় পড়তে হবে। তাই ভারত পাকিস্তান সংঘাতের আবহে তৎপরতা গ্রামের বাসিন্দাদের মধ্যে। সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে মাটি ফেলে গ্রামের রাস্তা তৈরি করছেন। যদিও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আজাদ আলিও গ্রামবাসীদের সঙ্গে কোমর বেঁধে নেমেছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পঞ্চায়েতের উপর ভরসার দিন শেষ! ভারত-পাক সংঘাত আবহে এবার সীমান্তে চাঁদা তুলে রাস্তা বানাচ্ছেন বাসিন্দারা
