লোকে বলে 'মিনি চন্দননগর', প্রথম দেখায় ভ্যাবাচাকা খাবেন আপনিও! বর্ধমানের 'এই' গ্রামে জগদ্ধাত্রী পুজো একবার দেখে আসুন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Jagadhatri Puja 2025 : জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই সবার আগে মনে আসে চন্দননগরের কথা। তবে পূর্ব বর্ধমানেও রয়েছে এমন একটি গ্রাম, যাকে অনেকেই বলেন ‘মিনি চন্দননগর’।
জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই সবার আগে মনে আসে চন্দননগরের কথা। তবে পূর্ব বর্ধমানেও রয়েছে এমন একটি গ্রাম, যাকে অনেকেই বলেন ‘ছোট চন্দননগর’ বা ‘মিনি চন্দননগর’। সেই গ্রামটি হল কেতুগ্রাম ব্লকের পাণ্ডুগ্রাম। প্রায় চন্দননগরের মতোই এখানে জগদ্ধাত্রী পুজো হয় বড় আকারে। জাঁকজমক দেখার মতো। <strong>(তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)</strong>
advertisement
advertisement
advertisement
গ্রামের বাসিন্দা সুন্দর গোপাল চ্যাটার্জী জানান, “আগে এখানে কয়েকটি মাত্র পারিবারিক পুজো হত। তখন গ্রামের সব শিল্পীরা কবিগানের সুযোগ পেতেন না। তাই কবিয়ালদের সুযোগ করে দিতে শুরু হয় বারোয়ারি পুজো।” তাঁর কথায়, অনেকটা যেমন অন্যত্র বাড়িতে কার্তিক দেওয়ার প্রথা আছে, তেমনই এখানে অনেকে ‘জগদ্ধাত্রী দেন’। এই ভাবেই বছর বছর নতুন পুজো বেড়েছে।
advertisement
বর্তমানে পাণ্ডুগ্রামে ২০ থেকে ২৫টি জগদ্ধাত্রী পুজো হয়। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, দাস পাড়া, সাহা পাড়া, মাঝি পাড়া, ঘোষ পাড়া প্রায় প্রতিটি এলাকা আলো, প্রতিমা ও উৎসবে ভরে ওঠে। কয়েক দিনের এই উৎসব ঘিরে পাণ্ডুগ্রাম জেগে থাকে আনন্দ আর ভক্তিতে, যেন সত্যিই এক ‘মিনি চন্দননগর’ এই জায়গা। <strong>(তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)</strong>
