Success Story: প্রথমে টিউশন, তারপর ইউটিউব, আর এখন...সাড়া ফেলে দিয়েছেন দাঁতনের যুবক! শিক্ষকতা করেই রোজগার লক্ষ লক্ষ, কীভাবে?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Success Story: সম্প্রতি ক্লার্কশিপ, রেলওয়ে গ্রুপ ডি, সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিকে বিষয়ে ভিত্তিক সাজেশন সহ একাধিক বই প্রকাশ করে সে।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: “Keep Moving, Dream Big” এটাই তার ভাবনার ট্যাগ লাইন। অফিসের সামনে লাগান চারটি শব্দ। কলেজ জীবনে ইউটিউব থেকে শুরু হয় জার্নি। বরাবরই পড়াতে ভাল লাগে তাঁর। সেই সুবাদে অঙ্ক বিষয়ের স্নাতক করবার সময় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতেন দাঁতনের সৌম্যব্রত বারিক। প্রত্যন্ত গ্রামের সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যুবকের প্রতিদিনের দিন যাপন এতটা সহজসাধ্য ছিল না। তবে ধীরে ধীরে ইউটিউবে জনপ্রিয়তা বাড়তে থাকে।
সাবস্ক্রাইবারদের পছন্দে শুরু হয় ই-বুক পাবলিকেশন। এরপর সেই প্রকাশনা বই আকারে বাজারে নিয়ে আসেন তিনি। শুরুতে পুঁজি বলতে টিউশনের জমানো অর্থ এবং ইউটিউবের রেভিনিউ। তবে বর্তমানে একাধিক যুবক যুবতীকে কাজ দিয়েছে সে, তার সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বিষয়ের শিক্ষক শিক্ষিকারাও। বর্তমানে তিনি নিজেই একজন প্রকাশক। চাকরির পরীক্ষা-সহ মাধ্যমিকের সাজেশন এর একাধিক বই প্রকাশ করেছেন তিনি। শূন্য থেকে শুরু করা সৌম্যব্রতর উদ্যোগ এবং সফলতা সমাজের কাছে দৃষ্টান্ত।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোলেমানপুরের বাসিন্দা সৌম্যব্রত বারিক। বাবা সামান্য একজন গানের শিক্ষক। ছোট থেকেই তার পছন্দ শিক্ষকতা করবার। বেলদা কলেজ থেকে অঙ্ক বিষয়ে স্নাতক পাস করেন তিনি। পরবর্তীতে বি.এড এবং মাস্টার্স ডিগ্রী করেছেন এই যুবক। নিজের পড়ার পাশাপাশি স্নাতক করবার সময় থেকেই ইউটিউবে পড়ানোর ভিডিও আপলোড করতে থাকেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার সফলতার সিড়িতে যাত্রা।
advertisement
এরপর চড়াই উতরাই পেরিয়ে এখন নিজেই একাধিক বইয়ের প্রকাশক। তৈরি করেছেন পাবলিকেশন হাউজ। নিজের জমানো সামান্য পুঁজি ইউটিউবের রেভিনিউ টাকা এই দিয়েই শুরু। এখন প্রতি অর্থ বর্ষে রোজগার বেশ কয়েক লক্ষ টাকা। অফলাইন মাধ্যমে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন বইয়ের দোকান এবং অনলাইনেও বই বিক্রি করে সে।
আরও পড়ুন: মঙ্গলের জোড়া গোচরে ডবল ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেরিয়ারে সাফল্যের ঝড়, টাকার বৃষ্টি
advertisement
বাবার কাছে গান শেখা, সেই থেকে ইউটিউবের প্রতি ঝোঁক। ইউটিউব সম্পর্কে খুব একটা জ্ঞান না থাকার কারণে প্রথম অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে পরবর্তী অ্যাকাউন্ট খুলে তাতে শিক্ষামূলক ভিডিও আপলোড করে সে। তার কনটেন্ট, পড়ানোর ধরন এবং একাধিক সাজেশন চাকরি পরীক্ষার্থীদের খুব উপযোগী হয়। স্বাভাবিকভাবে বেশ কয়েক মাস পরে নিজের প্রচেষ্টায় একটি ই-বুক প্রকাশ করে সে। পরবর্তীতে শুরু হয় তার বই প্রকাশের অধ্যায়।
advertisement
সম্প্রতি ক্লার্কশিপ, রেলওয়ে গ্রুপ ডি-সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিকে বিষয়ে ভিত্তিক সাজেশন-সহ একাধিক বই প্রকাশ করে সে। তার টিমে যুক্ত হয়েছে একাধিক এক্সপার্ট, শিক্ষক-শিক্ষিকা এবং যুবক যুবতীরা। স্বাভাবিকভাবে পড়াশোনা কেন্দ্রিক এই যুবকের ভাবনা এবং তার সফলতার গল্প সমাজের কাছে দৃষ্টান্ত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2025 10:57 PM IST
