Herbal Abir: আসছে ফাগের দিন, গোলাপের পাপড়ি, গাঁদাফুল, বিট থেকে ভেষজ আবির তৈরি হচ্ছে গৃহবধূদের হাতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Herbal Abir: ত্বক খারাপ হওয়ার ভয় নেই এই আবিরে। কারণ এ যে ভেষজ আবির (herbal abir)। বাড়ির মহিলারাই তৈরি করছেন এই আবির।
মেমারি: আসছে বসন্তের উৎসব (dolyatra)। চার দিক সেজে উঠবে নানা রং-এ। কিন্তু অনেকেরই রাসায়নিক রঙে ভয়। পাছে ত্বকে সংক্রমণ হয়। কারওর আবার আবিরের রুক্ষ দানায় ত্বকের সমস্যা হওয়ারও ভয় থাকে। ফলে অনেকেই দোলের দিন নিজেকে সকলের আড়ালেই রাখেন । কিন্তু এ বার আপনিও মুক্ত আকাশে বসন্তের দোল উৎসব উপভোগ করতে পারেন নানা রঙের আবিরে। ত্বক খারাপ হওয়ার ভয় নেই এই আবিরে। কারণ এ যে ভেষজ আবির (herbal abir)। বাড়ির মহিলারাই তৈরি করছেন এই আবির।
বিট, গাঁদাফুল, গোলাপের পাপড়ি থেকে তৈরি হচ্ছে এই ভেষজ আবির । পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের । এলাকার চারটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে শেখানো হয়েছে এই ভেষজ আবির বানানো। যা বানিয়ে ইতিমধ্যেই তাক লাগিয়েছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পল্লিমঙ্গল সমিতির উদ্যোগেই এই আবিরগুলি বাজারজাত ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে । এই আবির গুলির দাম রাখা হয়েছে কেজি প্রতি ১৬০ টাকা ।
advertisement
আরও পড়ুন : কোনওমতেই দাম্পত্যে বনিবনা হচ্ছে না? একবার এই নিয়মগুলি মেনে দেখুন তো
প্রশিক্ষণ নেওয়া সঞ্চিতা পাল, নীলাঞ্জনা বারিকরা বলছেন, ‘‘প্রথমে ভেবেছিলাম শুধু বাড়িতে ব্যবহারের জন্যই আবির বানাব এখান থেকে প্রশিক্ষণ নিয়ে । কিন্তু পরে এটা বাণিজ্যিক ভাবে উৎপাদন আমাদের আর্থিক আনূকূল্য ও স্বনির্ভরের সুযোগ দিচ্ছে। আমাদের টার্গেট আছে ১০০ কেজি বানানো।’’
advertisement
advertisement
আরও পড়ুন : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন
যাঁরা এই প্রশিক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা করেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতি নিয়ে কাজ করা সেই পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান, ‘‘এই কাজে যেমন চারটি গ্রুপের মহিলারা কাজের সুযোগ পাবেন, তেমনই সাধারণ মানুষ কম পয়সায় রাসায়নিকহীন আবির হাতে পাবেন। এটা সব রকম ভাবে নিরাপদ ও উৎকৃষ্ট মানের। সংস্থার তরফে জেলা স্তরের নানা আধিকারিকের কাছে এই আবির উপহার হিসাবেও পাঠানো হচ্ছে৷’’
advertisement
( প্রতিবেদন : মালবিকা বিশ্বাস)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 11:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Herbal Abir: আসছে ফাগের দিন, গোলাপের পাপড়ি, গাঁদাফুল, বিট থেকে ভেষজ আবির তৈরি হচ্ছে গৃহবধূদের হাতে