Lighten dark sports on skin: কনুই, হাঁটু, বাহুমূলের নাছোড়বান্দা কালো দাগ তুলে ফেলুন ঘরোয়া উপকরণেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Lighten dark sports on skin: হাঁটু, কনুই এবং বাহুমূল কালো হয়ে থাকলে সামারকুল সাজই মাটি! ঘরোয়া উপায়েই শরীরের এই তিন অংশ পরিষ্কার করে তুলতে পারেন৷
advertisement
advertisement
advertisement
নারকেল তেল ত্বককে আর্দ্র রাখে৷ এর ভিটামিন ই উজ্জ্বল করে ত্বকের বর্ণ৷ এক চামচ করে নারকেল তেল ও ওয়ালনাট পাউডার মিশিয়ে নিন৷ তার পর একটা ঘন মিশ্রণ তৈরি করুন৷ দাগ ওয়ালা অংশ স্ক্রাব করুন এই মিশ্রণে৷ তার পর জলে ধুয়ে নিন৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই অংশগুলিতে আবার নারকেল তেল দিন৷ সপ্তাহে ২ থেকে ৩ বার এটা করুন৷
advertisement
advertisement
advertisement