নারকেল তেল ত্বককে আর্দ্র রাখে৷ এর ভিটামিন ই উজ্জ্বল করে ত্বকের বর্ণ৷ এক চামচ করে নারকেল তেল ও ওয়ালনাট পাউডার মিশিয়ে নিন৷ তার পর একটা ঘন মিশ্রণ তৈরি করুন৷ দাগ ওয়ালা অংশ স্ক্রাব করুন এই মিশ্রণে৷ তার পর জলে ধুয়ে নিন৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই অংশগুলিতে আবার নারকেল তেল দিন৷ সপ্তাহে ২ থেকে ৩ বার এটা করুন৷