Lighten dark sports on skin: কনুই, হাঁটু, বাহুমূলের নাছোড়বান্দা কালো দাগ তুলে ফেলুন ঘরোয়া উপকরণেই

Last Updated:
Lighten dark sports on skin: হাঁটু, কনুই এবং বাহুমূল কালো হয়ে থাকলে সামারকুল সাজই মাটি! ঘরোয়া উপায়েই শরীরের এই তিন অংশ পরিষ্কার করে তুলতে পারেন৷
1/7
গরম মানেই ঢিলেঢালা সুতির পোশাক পরার দিন৷ যেখানে শরীরের অধিকাংশ অংশই উন্মুক্ত হয়ে পড়ে৷ শীতের মতো আপাদমস্তক ঢেকে রাখার দিন শেষ৷(Lighten dark sports on skin)
গরম মানেই ঢিলেঢালা সুতির পোশাক পরার দিন৷ যেখানে শরীরের অধিকাংশ অংশই উন্মুক্ত হয়ে পড়ে৷ শীতের মতো আপাদমস্তক ঢেকে রাখার দিন শেষ৷(Lighten dark sports on skin)
advertisement
2/7
কিন্তু হাঁটু, কনুই এবং বাহুমূল কালো হয়ে থাকলে সামারকুল সাজই মাটি! ঘরোয়া উপায়েই শরীরের এই তিন অংশ পরিষ্কার করে তুলতে পারেন৷
কিন্তু হাঁটু, কনুই এবং বাহুমূল কালো হয়ে থাকলে সামারকুল সাজই মাটি! ঘরোয়া উপায়েই শরীরের এই তিন অংশ পরিষ্কার করে তুলতে পারেন৷
advertisement
3/7
এক চামচ করে বেকিং সোডা ও দুধ নিন৷ ভাল করে মিশিয়ে সেই মিশ্রণ ঘষুন দাগওয়ালা কনুই, হাঁটু ও বাহুমূলে৷ এর পর ধুয়ে ফেলুন৷ এক দিন পর পর এই টোটকা মেনে চলুন৷
এক চামচ করে বেকিং সোডা ও দুধ নিন৷ ভাল করে মিশিয়ে সেই মিশ্রণ ঘষুন দাগওয়ালা কনুই, হাঁটু ও বাহুমূলে৷ এর পর ধুয়ে ফেলুন৷ এক দিন পর পর এই টোটকা মেনে চলুন৷
advertisement
4/7
নারকেল তেল ত্বককে আর্দ্র রাখে৷ এর ভিটামিন ই উজ্জ্বল করে ত্বকের বর্ণ৷ এক চামচ করে নারকেল তেল ও ওয়ালনাট পাউডার মিশিয়ে নিন৷ তার পর একটা ঘন মিশ্রণ তৈরি করুন৷ দাগ ওয়ালা অংশ স্ক্রাব করুন এই মিশ্রণে৷ তার পর জলে ধুয়ে নিন৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই অংশগুলিতে আবার নারকেল তেল দিন৷ সপ্তাহে ২ থেকে ৩ বার এটা করুন৷
নারকেল তেল ত্বককে আর্দ্র রাখে৷ এর ভিটামিন ই উজ্জ্বল করে ত্বকের বর্ণ৷ এক চামচ করে নারকেল তেল ও ওয়ালনাট পাউডার মিশিয়ে নিন৷ তার পর একটা ঘন মিশ্রণ তৈরি করুন৷ দাগ ওয়ালা অংশ স্ক্রাব করুন এই মিশ্রণে৷ তার পর জলে ধুয়ে নিন৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই অংশগুলিতে আবার নারকেল তেল দিন৷ সপ্তাহে ২ থেকে ৩ বার এটা করুন৷
advertisement
5/7
অ্যাপল সিডার ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড ব্লিচিং উপাদান৷ এতে ত্বকের বর্ণ উজ্জ্বল হয়৷ জলের সঙ্গে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে লাগান হাঁটু ও কনুইয়ে৷ মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন৷ সপ্তাহে অন্ত চার দিন এটা করুন৷
অ্যাপল সিডার ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড ব্লিচিং উপাদান৷ এতে ত্বকের বর্ণ উজ্জ্বল হয়৷ জলের সঙ্গে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে লাগান হাঁটু ও কনুইয়ে৷ মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন৷ সপ্তাহে অন্ত চার দিন এটা করুন৷
advertisement
6/7
স্পর্শকাতর ত্বকের জন্যও আলুর রস উপকারী৷ একটা পাতলা আলুর টুকরো বাহুমূলে ঘষুন ৫ থেকে ১০ মিনিটের জন্য ৷ তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন৷ দিনে অন্তত দু’বার এটা করুন৷ ত্বকের পার্থক্য লক্ষ করুন৷
স্পর্শকাতর ত্বকের জন্যও আলুর রস উপকারী৷ একটা পাতলা আলুর টুকরো বাহুমূলে ঘষুন ৫ থেকে ১০ মিনিটের জন্য ৷ তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন৷ দিনে অন্তত দু’বার এটা করুন৷ ত্বকের পার্থক্য লক্ষ করুন৷
advertisement
7/7
শশার রস করে নিন৷ অথবা শশার রস করুন৷ তার পর সেটি ঘষুন বাহুমূলে৷ এছাড়া হলুদের সঙ্গে শশার রস মিশিয়েও ব্যবহার করতে পারেন৷ ২০ মিনিট রেখে ধুয়ে নিন৷ সারা দিনে এক থেকে দু’বার এটি করুন৷
শশার রস করে নিন৷ অথবা শশার রস করুন৷ তার পর সেটি ঘষুন বাহুমূলে৷ এছাড়া হলুদের সঙ্গে শশার রস মিশিয়েও ব্যবহার করতে পারেন৷ ২০ মিনিট রেখে ধুয়ে নিন৷ সারা দিনে এক থেকে দু’বার এটি করুন৷
advertisement
advertisement
advertisement