Hanging Seedbed: বর্ষায় আর ভুগতে হবে না সবজি চাষিদের

Last Updated:

Hanging Seedbed: এবার পূর্ব মেদিনীপুরে ঝুলন্ত সিড বেড তৈরির ভাবনা। দুটি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে

+
হ্যাঙ্গিং

হ্যাঙ্গিং সিড বেড

পূর্ব মেদিনীপুর: সবজি চাষিদের জন্য জেলায় নতুন উদ্যোগ। এতে উপকৃত হবেন জেলার চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান অর্থকারী ফসল ধান ও পান হলেও বেশ কিছু অংশে ভাল পরিমাণের সবজি চাষ হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থানগত কারণে এই জেলায় ফুল চাষের পাশাপাশি সবজি চাষ হয়। কিন্তু এই জেলার মূল সমস্যা বর্ষাকালে জল জমা। বর্ষার বৃষ্টি শুরু হলেই জলবন্দি হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক। ভেসে যায় চাষবাস। সেই অবস্থা থেকে মুক্তি পেতে এবার পূর্ব মেদিনীপুরে ঝুলন্ত সিড বেড তৈরির ভাবনা। দুটি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সিএডিসি’র তৎপরতায় দ্রুত সেই কাজ শুরু হয়েছে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের পরিচর্যায়।
ভৌগলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশটাই নিচু এলাকা। আবার এগরা, ওড়িশা সীমান্ত সহ পাঁশকুড়ার কিছু অংশ বাদ দিয়ে বেশির ভাগটাই এঁটেল মাটি। ফলে এই জেলার বেশিরভাগ চাষ জমির জল ধারণ ক্ষমতা বেশি। ফলে বর্ষাকালে চাষবাসের বিস্তর ক্ষতি হয়। এমনকি এই ক্ষতি গিয়ে পড়ে বর্ষা পেরিয়ে শীতকালে সবজি চাষের ক্ষেত্রেও। অতিরিক্ত বৃষ্টির ফলে নিচু জমিতে দীর্ঘ সময় জল জমে থাকায় চাষিদের দুর্ভোগ আর‌ও বাড়ে। অতিরিক্ত এই জলের চাপে ছোট ছোট গাছের নরম শিকড় পচে নষ্ট হওয়ার আশঙ্কা‌ও যথেষ্ট মাত্রায় থাকে। এমন অবস্থায় সঠিকভাবে চারা উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে বিশেষ উপায়ের এই মডেল নার্সারিকেই বেছে নিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
advertisement
advertisement
খেজুরির ইড়িঞ্চি এবং চন্ডিপুরের ভগবানখালি কৃষি খামারে সিএডিসি’র তত্ত্বাবধানে রাজ্যের আর্থিক সহায়তায় দুটি মডেল নার্সারি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। আম, আপেল, কুল, লেবু, পেয়ারা, টিস্যু কালচার কলা, পেঁপে, আঁতার কলমের চারা উৎপাদনের পাশাপাশি এই মডেল নার্সারি গড়ে তুলে বিভিন্ন রকমের সবজির চারা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খড়, বাঁশ ও জিআই তারের পরিকাঠামো গড়ে সেটনেট লাগিয়ে আচ্ছাদন তৈরির মাধ্যমে সমস্ত পরিকাঠামোটাই একেবারে মাটির উপরে ঝুলন্ত অবস্থায় গড়ে তোলা হচ্ছে। সেখানেই হচ্ছে সিড বেড বা বিভিন্ন সবজির চারা তৈরির কাজ।
advertisement
এই বিষয়ে সামগ্রিক অঞ্চল উন্নয়ণ পর্ষদ তমলুক প্রকল্পের আধিকারিক উত্তমকুমার লাহা বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে এমন আধুনিক মানের মোট দুটি মডেল নার্সারি গড়ে তোলা হচ্ছে। সেখানে বছরে এক একটিতেই প্রায় ৪ থেকে ৫ লক্ষের মত ওলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লঙ্কা, টম্যাটো, বেগুন সহ প্রয়োজনীয় গাছের চারা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সেই চারাগুলি রক্ষণাবেক্ষণ এবং প্রতিপালনের জন্য বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের কাজে লাগানো হচ্ছে। প্রসঙ্গত বর্ষার পরই আশ্বিন-কার্তিক মাস থেকেই শুরু হয় শীতকালীন সবজি চাষ। পূর্ব মেদিনীপুর জেলায় বর্ষাকালে চারা তৈরি করা যায় না। তাই এই নতুন পদক্ষেপ সবজি চাষের ক্ষেত্রে। যা জেলার সবজি চাষকে নতুন পথ দেখাবে।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hanging Seedbed: বর্ষায় আর ভুগতে হবে না সবজি চাষিদের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement