Ganga Erosion: বিহার-উত্তরাখণ্ড টাকা পেলেও বঞ্চিত বাংলা, গঙ্গা ভাঙন ঠেকাতে বাজেটে 'শূন্য' বরাদ্দ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Ganga Erosion: বাংলার মুর্শিদাবাদ ও মালদহের মত দুটি ভাঙন বিধ্বস্ত জেলার জন্য বিন্দুমাত্র আর্থিক বরাদ্দ না থাকার বিষয়টি সকলকেই বিস্মিত করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন ভূমিকায় রীতিমতো হতাশ এখানকার বাসিন্দারা
মালদহ: বর্ষাকাল এলেই গঙ্গা ভাঙন ও বন্যা প্রতি বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে মালদহ জেলার। গঙ্গা তীরবর্তী জেলার চারটি ব্লকের লক্ষাধিক মানুষ এরফলে প্রতিবছর বিপন্ন হয়ে পড়েন। বর্ষার মরশুম শুরু হলেই আতঙ্ক সৃষ্টি হয় গঙ্গা তীরবর্তী এলাকায়। ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নিতে হয়।
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গঙ্গার ভাঙন মোকাবিলায় সার্বিক পরিকল্পনা না করলে এই পরিস্থিতির বিশেষ একটা উন্নতি হবে না। কিন্তু গঙ্গার ভাঙন মোকাবিলায় যে পরিমাণ অর্থ দরকার তার রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব না এর জন্য চাই জাতীয় স্তরের একটি মাস্টার প্ল্যান তাই এই বাজেটের দিকে অনেক আশা করে তাকিয়ে ছিলেন মালদহের ভাঙন বিপর্যস্ত বাসিন্দারা। তারা ভেবেছিলেন ভাঙ্গন মোকাবিলায় হয়তো বাজেটের নির্দিষ্ট পরিকল্পনা এবং অর্থ বরাদ্দ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু পরিকল্পনা তো দুরস্ত গঙ্গার ভাঙ্গন মোকাবিলায় একটিও টাকা বরাদ্দ করা হয়নি বাংলার জন্য!
advertisement
advertisement
২০২৪-২৫ অর্থ বর্ষের সাধারণ বাজেটে বিহার, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, সিকিম সহ একাধিক রাজ্যের বন্যা ও ভাঙন ঠেকানোর জন্য আর্থিক বরাদ্দের বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু বাংলার মুর্শিদাবাদ ও মালদহের মত দুটি ভাঙন বিধ্বস্ত জেলার জন্য বিন্দুমাত্র আর্থিক বরাদ্দ না থাকার বিষয়টি সকলকেই বিস্মিত করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন ভূমিকায় রীতিমতো হতাশ এখানকার বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকার বাসিন্দা শ্যাম মণ্ডল বলেন, প্রতিবছর গঙ্গার ভাঙন নিয়ে আমরা আতঙ্কিত থাকি। অথচ সরকারের পক্ষ থেকে কোনও কিছুই দেওয়া হল না আমাদের। আমরা আতঙ্কিত।
advertisement
মালদহের এই গঙ্গা নদীর এক প্রান্তে রয়েছে ঝাড়খন্ড, অপর প্রান্ত রয়েছে বিহার। সেইসব রাজ্য ভাঙন ও বন্যা প্রতিরোধের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পেলেও বাদ গেল পশ্চিমবঙ্গের মালদহ জেলা। বাজেট পেশ হওয়ার পরই কেন্দ্রীয় সরকারের এমন ভূমিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, যে সমস্ত রাজ্যে কম বন্যা, ভাঙন হচ্ছে সেখানে অর্থ বরাদ্দ করা হচ্ছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে মালদহকে বঞ্চিত করা হলো।
advertisement
মালদহের রতুয়া-১, মানিকচক, কালিয়াচক-২ ও ৩ নম্বর ব্লক ভাঙন কবলিত। প্রতিবছর এই অঞ্চলের গঙ্গা ও ফুলহার নদীতে ব্যাপক হারে ভাঙন হয়। বিঘার পর বিঘা জমি গঙ্গা গ্রাসে তলিয়ে গিয়েছে। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, মালদহে গঙ্গা ভাঙনের জন্য সেচ দফতর আছে। সেই দফতরের মন্ত্রী আছেন। ভাঙন বা বন্যার জন্য যে রাজ্যে যেমন প্রয়োজন সরকার তেমনভাবে অর্থ বরাদ্দ করছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 1:18 PM IST