Dangerous River Crossing: হার মানাবে যাদু সম্রাটকেও! নদীর উপর দিয়ে হেঁটেই পারাপার

Last Updated:

Dangerous Crossing River: নদীতে স্রোত না থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে। এরপর ফলে নদীর জলের উপরিভাগে তৈরি হয় কচুরিপানার ভাসমান বিপজ্জনক সাঁকো

+
নদীর

নদীর জলে জমে থাকা কচুরিপানার ওপর দাঁড়িয়ে রয়েছে শিশুরা

নদিয়া: শুধুমাত্র কচুরিপানার উপর ভর করে ভরা নদীর জলের উপর দিয়ে হেঁটে বিপজ্জনকভাবে পারারার। মজার ছলে হলেও ভয়ানক বিপদের হাতছানি। বর্ষায় ভরা নদী, সেই নদীর জলের উপর দিয়েই হেঁটে পারারার করছে এলাকায় লোকজন। এই কাণ্ডকারখানা হার মানাবে পিসি সরকারের যাদুকেও। তবে এ কোনও যাদু নয়, এই চিত্র নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়ায় জলঙ্গি নদীর। কদিন ধরেই বড় আন্দুলিয়ার বন্যা পাড়ার জলঙ্গি নদীতে কচুরিপানা ভেসে আসছিল।
নদীতে স্রোত না থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে। এরপর ফলে নদীর জলের উপরিভাগে তৈরি হয় কচুরিপানার ভাসমান বিপজ্জনক সাঁকো। যার উপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে মানুষ।
advertisement
বুধবার বিকাল থেকে এই কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায়। অনেকেই মজা নেওয়ার জন্য কচুরিপানার সেতুর উপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছেন ওপারে। কচুরিপানার উপরে দাঁড়িয়ে তুলছেন সেলফি। অন্য এলাকা থেকেও লোকজন ভিড় জমাচ্ছেন ওই এলাকায়। মজার পাশাপাশি রয়েছে বিপদও। কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় ৩০ ফুট জল। কোন সময় পা ফসকে কচুরিপানার ফাঁক গলে নিচে পড়ে গেলেই প্রাণহানির মত ভয়ানক বিপদ।
advertisement
এর পাশাপাশি নদীতে দৈনন্দিন কাজ করতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসী। স্নান করা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা, কোনও কাজই করতে পারছেন না তাঁরা। এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও। প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ‌তবে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক স্তর থেকে আশ্বাস মিলেছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dangerous River Crossing: হার মানাবে যাদু সম্রাটকেও! নদীর উপর দিয়ে হেঁটেই পারাপার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement