Purulia News: ভাইফোঁটায় পুরুলিয়ার বাজার কাঁপাচ্ছে এই মিষ্টিগুলি, দেখুন ভিডিও
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
এ বিষয়ে পুরুলিয়ার ওই মিষ্টি দোকানের এক কর্মচারী বলেন, বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি তৈরি করেছেন, যাতে সব ধরনের ক্রেতারা এসে নিজেদের পছন্দমত মিষ্টি পান সেটাই তাঁদের লক্ষ্য
পুরুলিয়া: ভাইফোঁটা মানেই হরেক রকম মিষ্টির সম্ভার। আর এবারের ভাইফোঁটায় বাজার মাতাচ্ছে পুরুলিয়া শহরের একটি নামি মিষ্টির দোকান। এখানে রয়েছে ভিন রাজ্যের মিষ্টিও। শঙ্খ সন্দেশ, জলভরা , হাড়ি ভরা সন্দেশ, গুড়ের কলসি, বেক্টড রসগোল্লা, চকলেট রাবড়ি, স্ট্রবেরি রাবরি সহ রকমারি মিষ্টির সম্ভার। দাম একটু বেশি থাকলেও শহর পুরুলিয়ায় ভাইফোঁটায় এইসব দুর্দান্ত মিষ্টি কেনার জন্য একেবারেই কৃপণ নন বোনেরা।
এ বিষয়ে পুরুলিয়ার ওই মিষ্টি দোকানের এক কর্মচারী বলেন, বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি তৈরি করেছেন, যাতে সব ধরনের ক্রেতারা এসে নিজেদের পছন্দমত মিষ্টি পান সেটাই তাঁদের লক্ষ্য। এরই পাশাপাশি ড্রাই ফ্রুটসের বিভিন্ন গিফটও তাঁরা ভাইফোঁটা উপলক্ষে রেখেছেন। রকমারি এইসব মিষ্টি কেনার জন্য মানুষের যথেষ্ট সারা রয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে এক ক্রেতা বলেন, সারা বছরই এই মিষ্টির দোকান নতুনত্ব মিষ্টির সম্ভার নিয়ে হাজির থাকে। বিশেষ করে যে কোনও অনুষ্ঠানের দিনগুলোতে তারা মানুষকে খালি হাতে ফেরায় না। অন্যান্য জায়গায় মিষ্টির দোকানে ভাইফোঁটার সময় মিষ্টি শেষ হয়ে গেলেও এই দোকানে কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেকটাই বেশি মিষ্টি তৈরি করা হয়। তাই কাস্টমারও খুশি মনে এখান থেকে মিষ্টি কিনতে পারে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 8:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ভাইফোঁটায় পুরুলিয়ার বাজার কাঁপাচ্ছে এই মিষ্টিগুলি, দেখুন ভিডিও