East Medinipur News: ভাইফোঁটার আগের দিন ভিন্নরূপে ধরা দিলেন জেলাশাসক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
জেলাশাসক শিশুদের প্রথমে মঙ্গল কামনায় ফোঁটা দেন। তারপর শিশুদের সঙ্গে কেক কেটে শিশু দিবস উদযাপন করেন
পূর্ব মেদিনীপুর: দীপাবলির সময় একেবারে ভিন্নরূপে ধরা দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। একদিকে ১৪ নভেম্বর শিশু দিবস, অন্যদিকে এদিন প্রতিপদ পেরিয়ে দ্বিতীয়া তিথি পড়েছে। তাই মঙ্গলবার বিকেল থেকেই ভাইফোঁটার উৎসবে মেতে উঠেছে বাঙালি। আর এই উৎসব আবহে একেবারে ভিন্নরূপে দেখা গেল জেলাশাসক তানভির আফজলকে। তিনি এদিন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মঙ্গল কামনায় তাদের ফোঁটা দেন। তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে এই ছবি উঠে এল।
কথায় আছে উৎসব সবার। তবুও উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয় অনেকেই। রক্তের মারণ অসুখ থ্যালাসেমিয়া। তাই থ্যালাসেমিয়া আক্রান্তদের কাছে উৎসব যেন কিছুটা ফিকে। কিন্তু তারাই বা উৎসবের আনন্দ থেকে বাদ পড়বে কেন! তাই তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই শিশু দিবস আয়োজন করা হয়। যেখানে দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের আনন্দ দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। তাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শিশুদের জন্য ভাইফোঁটার আয়োজন করেন। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন জেলাশাসক।
advertisement
advertisement
জেলাশাসক শিশুদের প্রথমে মঙ্গল কামনায় ফোঁটা দেন। তারপর শিশুদের সঙ্গে কেক কেটে শিশু দিবস উদযাপন করেন। পরে তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি দুরারোগ্য ব্যাধি। এই রোগ রোগের একমাত্র চিকিৎসা ব্লাড ট্রান্সফিউশন। অর্থাৎ রোগীকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত দেওয়া। তার জন্য প্রয়োজন রক্ত। তাই তিনি এই উৎসব আবহে বিভিন্ন ক্লাব বা সংগঠনকে রক্তদান কর্মসূচি জারি রাখার আহ্বান জানান। রক্তদানের একটি নির্দিষ্ট ক্যালেন্ডার তৈরি করে ক্লাব বা সংগঠনগুলি রক্তদান শিবির আয়োজন করে তাহলে জেলায় বিভিন্ন সময়ে রক্তের যোগান স্বাভাবিক থাকবে বলে অভিমত প্রকাশ করেন।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 8:08 PM IST