Govardhan Puja 2023: ১০৮ নিরামিষ পদ দিয়ে তৈরি গিরি গোবর্ধন পাহাড়! গোবর্ধন উৎসবে অবাক দৃশ্য

Last Updated:

গোবর্ধন উৎসব উপলক্ষে শিলিগুড়িতে ১০৮ রকমের পদ দিয়ে সাজানো হয়েছিল গোবর্ধন পর্বত। যেখানে ছিল পোলাও, মিষ্টি, পকোড়া, পায়েস, পনিরের তরকারি, ছানার তরকারি সহ রকমারি সুস্বাদু সব পদ

+
title=

শিলিগুড়ি: শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে রক্ষা করতে গোবর্ধন পর্বতকে কড়ে আঙুলের ডগায় তুলে ধরেছিলেন। পুরাণ অনুযায়ী, ইন্দ্রের কোপ থেকে রেহাই পেতে বৃন্দাবনবাসী আশ্রয় নেয় এই পর্বতের তলায়। তাঁদের সেই ব্যবস্থা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেজন্য আজও ধুমধামের সঙ্গে পালন করা হয় গোবর্ধন উৎসব। মঙ্গলবার শিলিগুড়ির ইসকনে এই গোবর্ধন উৎসব উদযাপিত হয়। এই বিশেষ দিনে থাকে নানান আয়োজন। কৃষ্ণকে রকমারি ব্যঞ্জন দেওয়া হয়। ১০৮ রকম ব্যঞ্জন শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এদিন।
প্রসঙ্গত, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন অংশে দীপাবলীর উৎসবের অঙ্গ হিসেবে পালিত হয় এই গোবর্ধন পুজো। হিন্দু পুরাণ অনুযায়ী দীপাবলীর পরের দিন গিরি গোবর্ধনকে কড়ে আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। এর ফলে রক্ষা পেয়েছিল গোকুলের মানুষ। পুরাণ অনুযায়ী, প্রতিবছর ভাল বৃষ্টি এবং ভাল চাষের জন্য দেবরাজ ইন্দ্রের পুজো করতেন বৃন্দাবনবাসীরা। কিন্তু তার জন্য বিপুল খরচ হতে। যা পছন্দ হয়নি কৃষ্ণের। তিনি সেই খাবার ইন্দ্রকে না দিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের খাওয়াতে বলেন। আর তাতেই দেখা দিয়েছিল বিপত্তি। বৃন্দাবনবাসী ইন্দ্রের পুজো বন্ধ করে দিলে তিনি রেগে গিয়ে বৃন্দাবনে প্রবল বৃষ্টিপাত শুরু করেন। বৃষ্টিতে বৃন্দাবন ভেসে যেতে বসলে শ্রীকৃষ্ণ এই বিপদ থেকে তাদের বাঁচাতে এগিয়ে আসেন। তখনই বৃন্দাবনবাসীর আশ্রয়ের জন্য কড়ে আঙুলের ডগায় তুলে ধরেন গিরি গোবর্ধন পর্বতকে।
advertisement
advertisement
গোবর্ধন উৎসব উপলক্ষে শিলিগুড়িতে ১০৮ রকমের পদ দিয়ে সাজানো হয়েছিল গোবর্ধন পর্বত। যেখানে ছিল পোলাও, মিষ্টি, পকোড়া, পায়েস, পনিরের তরকারি, ছানার তরকারি সহ রকমারি সুস্বাদু সব পদ। এই সমস্ত খাবার গোবর্ধন পর্বতের মতো করে সাজিয়ে ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়। দুপুরের পুজো শেষে এদিন সাধারণ মানুষকে ভোগ খাওয়ানো হয়।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Govardhan Puja 2023: ১০৮ নিরামিষ পদ দিয়ে তৈরি গিরি গোবর্ধন পাহাড়! গোবর্ধন উৎসবে অবাক দৃশ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement