Hooghly News: নতুন বছরের শুরুতে দাদপুরে পিকনিক করতে এসে একি কাণ্ড! শ্রীঘরে ঠাঁই ৯জনের
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
পিকনিক করে ফেরার পথে বাড়ি না এসে সোজা শ্রী ঘরে যেতে হল কিছু লোক জনকে। মাইক বাজানোর প্রতিবাদ করায় হাতাহাতি মারপিটে জড়িয়ে পড়েন তারা।
হুগলি: বছর শুরুতে মানুষজন মেতে উঠেছেন পিকনিকে আনন্দে। চড়ুইভাতী করতে সপ্তাহের শেষে ভিড় জমছে বিভিন্ন পিকনিক স্পটে। এবার সেই পিকনিক করে ফেরার পথে বাড়ি না এসে সোজা শ্রী ঘরে যেতে হল পিকনিকের দলের কিছু লোক জনকে। ঘটনাটি ঘটেছে মাইক ও ডিজে বাজানোকে কেন্দ্র করে রবিবার সন্ধায় হুগলির দাদপুরে। মাইক বাজানোর প্রতিবাদ করায় হাতাহাতি মারপিটে জড়িয়ে পড়ে পিকনিক পার্টির লোকজন। আহত হন কিছু পুলিশ কর্মীসহ এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে দাদপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার আমড়া গ্রাম থেকে ট্রাক্টর নিয়ে বলাগড়ে পিকনিক করতে যায় বেশ কয়েকজন।পিকনিক করে ফেরার পথে সন্ধায় পান্ডুয়ার দ্বারবাসিনী বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ডিজে বাজানো নিয়ে বচসা হয় পিকনিক পার্টির। একটি মিস্টির দোকান ভাঙচুর করা হয়,ব্যবসায়ীদের মারধোরও করা হয়। দুজনকে ধরে আটকে রাখে ব্যবসায়ীরা। ঘটনার কথা দ্বারবাসিনী বাজার কমিটি পুলিশকে জানায়। পান্ডুয়া থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়। বাকিরা পালিয়ে যায়।
advertisement
advertisement
শনিবার থেকে ডিজের তান্ডব শুরু হয় আমড়া গ্রামে। ট্রাক্টরের উপর ৪৮ টা মাইক আর বক্স বেঁধে চলতে থাকে কান ঝালাপালা করা শব্দ। দাদপুর থানার পুলিশ আমড়া চৌমাথায় অপেক্ষা করছিল ডিজে বন্ধ করার জন্য। পিকনিক পার্টি ফিরলে পুলিশ ডিজে বন্ধ করতে বলে। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইঁট ছোঁড়া।আহত হন এস আই শ্রীমন্ত সিংহরায় সহ দুই কনস্টেবল ও একজন হোমগার্ড।ডিজে আটক করতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পরে পুলিশ।এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রাম থেকে এক মহিলা সহ নয়জনকে আটক করে।তাদের মধ্যে পূর্ব বর্ধমান দেবীপুরের তিনজন আছে।যারা ডিজে ভাড়া দিয়েছিল।ডিজে বক্স মাইক সহ ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আহত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসা হয়।পরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নয়জনকে গ্রেফতার করে দাদপুর থানার পুলিশ।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নতুন বছরের শুরুতে দাদপুরে পিকনিক করতে এসে একি কাণ্ড! শ্রীঘরে ঠাঁই ৯জনের