Hooghly News: মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা! রান্নাঘরে তালা লাগিয়ে বিক্ষোভ, হূলস্থূল কাণ্ড

Last Updated:

এই ঘটনা দেখা মাত্রই স্কুলের সামনে জড়ো হন গ্রামবাসী থেকে অন্যান্য অভিভাবকেরা। এমনকি তাঁরা রান্নাঘরে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

পোকা মিড ডে মিলের চালে
পোকা মিড ডে মিলের চালে
তারকেশ্বর: মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। অভিভাবকদের চোখে পড়তেই তুলকালাম কাণ্ড৷ স্কুলের সামনে প্রতিবাদ, বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের চাপাডাঙা এলাকার সর্দার পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
জানা গিয়েছে, সোমবার স্কুলে তাঁদের ছেলেমেয়েদের দিতে গিয়েছিলেন কয়েকজন অভিভাবক৷ সেই সময় তাঁদের নজরে আসে মিড ডে মিলের রান্নাঘর। রান্না করার জন্য তখন চাল বের করা হচ্ছিল সেখান থেকে৷ তাঁরা দেখেন, সেই রান্নার চালে কিলবিল করছে পোকা। এক প্রকার পোকায় খাওয়া চাল জলে ধুয়ে রান্না করার প্রস্তুতি চলছিল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ অভিভাবকদের৷
advertisement
আরও পড়ুন: বিরাট কাজে দেয় লবঙ্গ! উধাও হয়ে যায় পিরিয়ডের সমস্যা..শুধু খেতে হয় ‘এই’ ভাবে, বলছেন চিকিৎসক
এই ঘটনা দেখা মাত্রই স্কুলের সামনে জড়ো হন গ্রামবাসী থেকে অন্যান্য অভিভাবকেরা। এমনকি তাঁরা রান্নাঘরে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন।  ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, পোকায খাওয়া চালের রান্না খাওয়ার পর ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। স্কুলে দিদিমণির বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা নিম্নমানের এবং পোকায় খাওয়া সামগ্রী দিয়ে খাবার বানাচ্ছে৷ স্থানীয় প্রশাসন তা খতিয়ে দেখুক। তারপরই খোলা হবে এই স্কুলের তালা।
advertisement
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের দিদিমণি। তাঁর দাবি, সরকারি ভাবে যে চাল আসছে তাতে পোকা থাকে। তা-ও তিনি পরিষ্কার করে থাকেন। তবে তাঁর কথা সন্তুষ্ট নন গ্রামের মানুষ৷ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা! রান্নাঘরে তালা লাগিয়ে বিক্ষোভ, হূলস্থূল কাণ্ড
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement