Hooghly News: খোলা আকাশে নিচে চলছে পড়াশুনা, চিন্তা বাড়ছে আরামবাগের এই প্রাথমিক স্কুলে
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
ছাদ থেকে সিমেন্টের আস্তরণ খসে খসে পড়ছে। দেওয়ালের অবস্থাও তথৈবচ।বিদ্যালয় ছেড়ে দিয়ে বছরভর খোলা আকাশের নিচে আবার কখনও গাছতলায় চলছে পঠন পাঠন।
আরামবাগ: বিদ্যালয় ছেড়ে দিয়ে বছরভর খোলা আকাশের নিচে আবার কখনও গাছতলায় চলছে পঠন পাঠন। ছাদ থেকে সিমেন্টের আস্তরণ খসে খসে পড়ছে। দেওয়ালের অবস্থাও তথৈবচ। ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলটি মেরামত করার জন্য বারবার পরিদর্শকের অফিস থেকে বিডিও অফিসে জানানহলেও কোন অনুদান মেলেনি বলে অভিযোগ। কোনও উপায় না পেয়েই শেষ পর্যন্ত আতঙ্ক থেকে বেরিয়ে এসে খোলা আকাশেই নিচেই চলছে পঠনপাঠন।
মলয়পুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মলয়পুরে বামাপদ দত্ত স্মৃতি বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের এমনই অবস্থা। শতাধিক পড়ুয়া রয়েছে স্কুলে। কিন্তু, আগামীতে কীভাবে এখানে ক্লাস হবে তা ভেবেই বাড়ছে চিন্তা। অভিভাবকরা বক্তব্য প্রশাসন সবই জানেন। কিন্তু, ফান্ড না আসায় ষাটের দশকে তৈরি এই প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজ হয়নি। তৈরি হয়নি নতুন বিল্ডিং। দীর্ঘদিন ধরে ছেলেমেয়েদের খোলা আকাশের নিচে পড়াতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে বাধ্য হতে হবে অন্য স্কুল নিয়ে যেতে।
advertisement
advertisement
এদিকে একেবারে প্রত্যন্ত এলাকাতে রয়েছে এই স্কুলে। মোটের উপর নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এই সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে। কয়েক মাস আগেই ছাদের চাঙড় ভেঙে এক ছাত্রী গুরুতর জখম হয়েছিল। তারপর থেকেই স্কুলের অন্দরে বন্ধ হয়েছে পড়াশোনা। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বৈঠকে বসেন। সেখানেই ঠিক হয় শিশুদের প্রাণের ঝুঁকি না নিয়ে খোলা আকাশের নিচেই চলবে পঠনপাঠন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এত সমস্যার পড়েও অবস্থার কেন পরিবর্তন হচ্ছে না সেই প্রশ্ন উঠছে নাগরিক মহল থেকে। এখন কবে সরকারি অনুদান আসে সেদিকেই তাকিয়ে সকলে।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 1:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: খোলা আকাশে নিচে চলছে পড়াশুনা, চিন্তা বাড়ছে আরামবাগের এই প্রাথমিক স্কুলে