ভোররাতে জিপে ধাক্কা লরির, বাগনানে টহল দিতে গিয়ে দুই পুলিশকর্মীর মর্মান্তিক পরিণতি

Last Updated:
পুলিশের দুর্ঘটনাগ্রস্ত জিপ৷
পুলিশের দুর্ঘটনাগ্রস্ত জিপ৷
বাগনান: হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপরে টহল দেওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মীর৷ গুরুতর আহত আরও তিন জন৷ মৃতদের মধ্যে রয়েছেন একজন সাব ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড৷ নিহত সাব ইন্সপেক্টরের নাম সুজয় দাস এবং হোমগার্ডের নাম পলাশ সামন্ত৷
পুলিশ সূত্রে খবর, এ দিন ভোর সাড়ে তিনটে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে বাগনানের বরুন্দা এলাকায় একটি জিপে করে টহল দিচ্ছিলেন ওই বাগনান থানার পুলিশকর্মীরা৷ সেই সময় আচমকাই পুলিশের ওই জিপে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি৷ লরির ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় পুলিশের জিপটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাব ইন্সপেক্টর এবং হোমগার্ডের৷
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ শুকদেব বিশ্বাস এবং অলোক বর নামে দুই আহত কনস্টেবলকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বিকেলে আহত দুই কনস্টেবলকে দেখতে হাসপাতালে যান এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী৷ দুই কনস্টেবলের চিকিৎসার সব দায়িত্ব রাজ্য সরকারের বলে আহতদের পরিবারকে আশ্বস্ত করেন তাঁরা৷
advertisement
দুর্ঘটনায় নিহত এএসআই সুজয় দাসের বাড়ি হাওড়ার বেলুড়ে৷ ভোর পাঁচটা নাগাদ হাওড়ার বাড়িতে এই দুঃসংবাদ এসে পৌঁছয়৷ নিহত এএসআই-এর স্ত্রী এবং দুই সন্তান রয়েছে৷ সুজয় দাসের ছেলের বয়স তিন বছর, মেয়ের বয়স ১২ বছর৷ দুর্ঘটনার খবরে কার্যত বাকরূদ্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা৷
দুর্ঘটনায় বাগনান থানার এসআই সুজয় দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেলুড়ে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ওই দু:সংবাদ এসে পৌঁছায় বেলুড়ের বাড়িতে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন রওনা হন বাগনানের উদ্দেশ্যে। সুজয়ের পরিবারে এক ৩ বছরের ছেলে ও ১২ বছরের মেয়ে রয়েছে বলে জানা গেছে। স্ত্রী ও দাদার পরিবার রয়েছেন। আচমকা স্বামীর মৃত্যুতে বাক্যহারা স্ত্রী ও পরিবারের সদস্যরা। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বাগনানের ১৬নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুলিশের এক সাব ইন্সপেক্টর এবং এক হোমগার্ডের। মৃতেরা হলেন সুজয় দাস (সাব ইন্সপেক্টর) ও পলাশ সামন্ত (হোমগার্ড)। এদিন দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোররাতে জিপে ধাক্কা লরির, বাগনানে টহল দিতে গিয়ে দুই পুলিশকর্মীর মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement