Saayoni Ghosh: '১২ বছর আগে ছিল?' শতাব্দী প্রাচীন কার্জন গেটের সামনে দাঁড়িয়েই অবাক দাবি সায়নীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান: বর্ধমান শহরের অন্যতম পরিচয় শতাব্দী প্রাচীন কার্জন গেট৷ যদিও তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ সেই বর্ধমানে গিয়েই দাবি করলেন, কার্জন গেটের বয়স মাত্র ১২ বছর৷ বলা ভাল, তৃণমূলের যুবনেত্রী বোঝানোর চেষ্টা করলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই তৈরি হয়েছে বর্ধমান শহরের পরিচয় কার্জন গেট৷
১৯০৪ সালে বড়লাট লর্ড কার্জনের বর্ধমান আগমন উপলক্ষে এই গেট তৈরি করেন বর্ধমানের মহারাজ বিজয় চাঁদ মহাতাব। বৃহস্পতিবার সেই কার্জন গেটের সামনেই যুব তৃণমূলের একটি প্রতিবাদ সভা ছিল৷ সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে সায়নীকে বলতে শোনা যায়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলুন৷ ১২ বছর আগে কী ছিল, এখন কী হয়েছে? ছিল এই গেট (কার্জন গেটের দিকে ইঙ্গিত করে)? এই ঝাঁ চকচকে রাস্তা, আলো, হাসপাতাল? সবই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১২ বছরে।
advertisement
advertisement
এই বক্তব্যকে ঘিরে সব মহলেই উঠেছে নিন্দার ঝড় উঠেছে। বর্ধমানের মহারাজা ১৯০৩ সালে এই বিশাল তোরণটি তৈরি শুরু করেছিলেন। ১৯০৪ সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটির ‘কার্জন গেট’ নামকরণ হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে তার নাম দেওয়া হয় ‘বিজয় তোরণ’। ১৯০৪ সালে ৪ এপ্রিল, ভারতের তৎকালীন ভাইসরয় ও বড়লাট মার্কুইস জর্জ ন্যাথানিয়ল কার্জন এই গেট উদ্বোধন করেন। তার পরে এই তোরণের নাম দেওয়া হয়েছিল ‘স্টার গেট অফ ইন্ডিয়া’। কীভাবে এই ইতিহাস ভুলে গেলেন সায়নী, সভায় উপস্থিত তৃণমূল নেতাদের অনেকেই সেই প্রশ্ন তুলছেন। তৃণমূলের যুবনেত্রীর মন্তব্যে অবাক বর্ধমানবাসীও৷
advertisement
স্বভাবতই সায়নীর এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা৷ বিজেপি নেতা পুষ্পজিৎ সাঁই বলেন, উনি বর্ধমান এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছুই জানেন না। বিরোধীদের চাপে পড়ে এই ইস্যুতে সাফাই দিয়েছে তৃণমূল। কার্জন গেটের সামনে থাকা বিশ্ববাংলার লোগো লাগানো স্তম্ভের দিকে আঙুল দেখিয়ে একথা সায়নী বলেছেন বলেই পালটা দাবি তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 6:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: '১২ বছর আগে ছিল?' শতাব্দী প্রাচীন কার্জন গেটের সামনে দাঁড়িয়েই অবাক দাবি সায়নীর