রাস্তায় বিপদ এভাবেই ওৎ পেতে থাকে! এই দুর্ঘটনার ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল অন্ধ্রপ্রদেশের দেবরাপল্লি এলাকায় একটি হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক শিশু সহ তিন জন৷
কলকাতা: রাস্তায় গাড়ি চালানোর সময় বার বারই সতর্ক থাকতে বলা হয় চালকদের৷ গতি নিয়ন্ত্রণেরও পরামর্শ দেয় ট্রাফিক পুলিশ৷ অনেকে এই সমস্ত পরামর্শ মেনে চললেও বহু চালকই এই সব পরামর্শ কানে তোলেন না৷ আর তার ফল যে কতটা ভয়াবহ হতে পারে, তা প্রমাণ হয়ে গেল অন্ধ্র প্রদেশের একটি পথ দুর্ঘটনায়৷
গতকাল অন্ধ্রপ্রদেশের দেবরাপল্লি এলাকায় একটি হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক শিশু সহ তিন জন৷ কিন্তু ক্ষয়ক্ষতির নিরিখে নয়, এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই শিউরে উঠতে হয়৷ যে ছবি দেখে স্পষ্ট, বেলাগাম গতিতে গাড়ি চালানোর মাশুল শুধু নিজেকে নয়, অন্যদেরও দিতে হয়৷
আরও পড়ুন: এসএসকেএমে কতজন প্রভাবশালী অভিযুক্ত ভর্তি, সুস্থ হতে কতদিন? রাজ্যের থেকে রিপোর্ট তলব হাইকোর্টের
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়ি হাইওয়ের দুটি আলাদা আলাদা লেন ধরে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছিল৷ এমনতি ওই দুটি গাড়ির সংঘর্ষে জড়ানোর কথাই নয়৷ কিন্তু তীব্র গতিতে আসা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ডিভাইডার টপকে উল্টো দিকের রাস্তায় চলে আসে৷
Black car was coming from the wrong side
At least three including a toddler were killed in a road accident in West Godavari District in Andhra Pradesh.
A speeding car lost control and rammed into another vehicle in the opposite lane. pic.twitter.com/WvNiHQVkad
— AmreekS (@amreekspeaks) January 3, 2024
advertisement
এর ফলে উল্টো দিক থেকে আসা অন্য গাড়িটির সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারানো গাড়িটি৷ চোখের নিমেষে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা৷ সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে একটি গাড়ি থেকে একজন আরোহী রাস্তায় ছিটকে পড়েন৷
দুর্ঘটনা দেখে থেমে যায় রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য গাড়িগুলিও৷ এক বাইক আরোহী তো চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে রাস্তার উপরেই বসে পড়েন৷
advertisement
একটি গাড়িতে সাত জন আরোহী ছিলেন, দ্বিতীয় গাড়িটিতে ছিলেন চার জন আরোহী৷ এঁদের মধ্যে মোট তিনজনের মৃত্যু হয়৷ বাকি আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 5:18 PM IST