রাস্তায় বিপদ এভাবেই ওৎ পেতে থাকে! এই দুর্ঘটনার ভিডিও দেখলে শিউরে উঠবেন

Last Updated:

গতকাল অন্ধ্রপ্রদেশের দেবরাপল্লি এলাকায় একটি হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক শিশু সহ তিন জন৷

দুর্ঘটনার মুহূর্তের ছবি৷
দুর্ঘটনার মুহূর্তের ছবি৷
কলকাতা: রাস্তায় গাড়ি চালানোর সময় বার বারই সতর্ক থাকতে বলা হয় চালকদের৷ গতি নিয়ন্ত্রণেরও পরামর্শ দেয় ট্রাফিক পুলিশ৷ অনেকে এই সমস্ত পরামর্শ মেনে চললেও বহু চালকই এই সব পরামর্শ কানে তোলেন না৷ আর তার ফল যে কতটা ভয়াবহ হতে পারে, তা প্রমাণ হয়ে গেল অন্ধ্র  প্রদেশের একটি পথ দুর্ঘটনায়৷
গতকাল অন্ধ্রপ্রদেশের দেবরাপল্লি এলাকায় একটি হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক শিশু সহ তিন জন৷ কিন্তু ক্ষয়ক্ষতির নিরিখে নয়, এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই শিউরে উঠতে হয়৷ যে ছবি দেখে স্পষ্ট, বেলাগাম গতিতে গাড়ি চালানোর মাশুল শুধু নিজেকে নয়, অন্যদেরও দিতে হয়৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়ি হাইওয়ের দুটি আলাদা আলাদা লেন ধরে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছিল৷ এমনতি ওই দুটি গাড়ির সংঘর্ষে জড়ানোর কথাই নয়৷ কিন্তু তীব্র গতিতে আসা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ডিভাইডার টপকে উল্টো দিকের রাস্তায় চলে আসে৷
advertisement
এর ফলে উল্টো দিক থেকে আসা অন্য গাড়িটির সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারানো গাড়িটি৷ চোখের নিমেষে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা৷ সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে একটি গাড়ি থেকে একজন আরোহী রাস্তায় ছিটকে পড়েন৷
দুর্ঘটনা দেখে থেমে যায় রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য গাড়িগুলিও৷ এক বাইক আরোহী তো চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে রাস্তার উপরেই বসে পড়েন৷
advertisement
একটি গাড়িতে সাত জন আরোহী ছিলেন, দ্বিতীয় গাড়িটিতে ছিলেন চার জন আরোহী৷ এঁদের মধ্যে মোট তিনজনের মৃত্যু হয়৷ বাকি আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় বিপদ এভাবেই ওৎ পেতে থাকে! এই দুর্ঘটনার ভিডিও দেখলে শিউরে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement